শিরোনাম :-দুর্গতি নাশিনীকলমে :- অরুন্ধতী চক্রবর্তীতারিখ :- ২৩/১০/২০
দুর্গে দুর্গতিনাশিনী এসো ধরা ধামে।মর্ত বাসী সবে ডাকে আকুল আহ্বানে।।হিংসাসুরে হানো দাও গো বরাভয়।মহিষাসুরে বধি এনেছো স্বর্গে জয়।।হেথা অসুরের দল, ভুলেছে ভাই ভাই।ক…
শিরোনাম :-দুর্গতি নাশিনী
কলমে :- অরুন্ধতী চক্রবর্তী
তারিখ :- ২৩/১০/২০
দুর্গে দুর্গতিনাশিনী এসো ধরা ধামে।
মর্ত বাসী সবে ডাকে আকুল আহ্বানে।।
হিংসাসুরে হানো দাও গো বরাভয়।
মহিষাসুরে বধি এনেছো স্বর্গে জয়।।
হেথা অসুরের দল, ভুলেছে ভাই ভাই।
ক্ষমতা মত্ত তারা,করে শুধু লড়াই।।
ন্যায় বিচার হীনা ধরা, শুধু অবিচার।
সত্যের পথে বাধা,মিথ্যার অধিকার।।
কাঁদে দুর্গত নর নারী,দাও গো অভয় বাণী
করুণাময়ী তুমি , তুমি দুর্গতী নাশিনী।।
শকতি দাও তুমি হে শকতিদায়িনী।
মানুষের রূপে এসো,এসো মর্ত ধরাধামে।
অপরূপা দাও সারা মোদের আহ্বানে।
দুর্গতি হারিনি দুর্গে দারিদ্রনাশিনী।।