Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

নারায়ণী নমোস্ততেঃশান্তনু দাস২৩/১০/২০২০ ইং-----------------------------------------------------------------"ত্বং শ্রীস্তমীশ্বরী ত্বং হরীস্ত্বং বুদ্ধির্বোধলক্ষণা।লজ্জা পুষ্টিস্তথা তুষ্টিস্ত্বং শান্তিঃ ক্ষান্তিরেব চ।।" 
শ্…

 


নারায়ণী নমোস্ততেঃ

শান্তনু দাস

২৩/১০/২০২০ ইং

-----------------------------------------------------------------

"ত্বং শ্রীস্তমীশ্বরী ত্বং হরীস্ত্বং বুদ্ধির্বোধলক্ষণা।

লজ্জা পুষ্টিস্তথা তুষ্টিস্ত্বং শান্তিঃ ক্ষান্তিরেব চ।।" 


শ্রী---

দৃশ্যত পরম সুন্দর শৃঙ্গার শাশ্বতী মনোহরা, 

মহাভাগে কাঞ্চন মূরতি শোভনা দরশন স্বয়ম্ভরা। 


ঈশ্বরী---

আবির্ভূতা আদ্যা ভীষণা শক্তি ঐশী মহামায়া, 

আরাধ্যা নিখিলবিশ্ব জননী সৌম্যা মহেশ জায়া। 


নম্রতা--- 

ভদ্রাণী সর্বাণী স্নিগ্ধা ত্রিধা স্নেহার্দা ভাস্বতী, 

বিনয়ী আবেগী আধুত চিত্তা রঞ্জিনী করুণা ধীমতি। 


বুদ্ধি---

নিপুণা বিদুষী সমাগত চতুরা প্রাজ্ঞা বিচক্ষণা, 

অনন্ত ত্রিকাল পরিণামদর্শী ধীগুণ সুলক্ষণা। 


বোধ---

তুঙ্গ বোধিনী সঞ্জাত চেতনা বৈভব সমাদৃতা,

কিঞ্জল সর্বজ্ঞ বিধি দর্শী শাস্ত্রজ্ঞা হার্দ্য প্রীতা। 


লজ্জা---

সসম্ভ্রম ভূষণ আবরণ প্রয়োগ সন্ধ্যা হায়া, 

আনত নয়নচকোরা শ্রদ্ধা বর্ষণমন্দ্রিত কায়া। 


পুষ্টি---

প্রাচুর্যা সুখ সমৃদ্ধি শ্রীবৃদ্ধি কৃতি কৌলিক সম্পূর্ণা,

কাত্যায়নী মহামহস্বী স্থিতি আশীর্বাদিকা অন্নপূর্ণা। 


তুষ্টি---

তৃপ্তা উল্লাস হর্ষান্বিতা পুলকিতা আমোদিনী, 

দৃপ্তা দামিনী উদ্ভাসিতা মুখচন্দ্রিকা নন্দিনী। 


শান্তি---

শিষ্টা ধীর নিবৃত্ত শান্তা জিতেন্দ্রিয়া অচঞ্চলা, 

সাধ্বী নিরুদবিগ্না প্রশান্তা কল্যানী শুভায় মঙ্গলা।


ক্ষান্তি-

ক্ষমাদৃষ্টা তিতিক্ষু সহিষ্ণুপরায়ণা খণ্ডিতা বিরতে, 

"শিবে সর্বার্থসাধিকে গৌরী নারায়ণী নমোস্ততেঃ"। 

-------------------------------------------------------------------