________// গড়া গেলোনা...পূর্ণ-প্রতিমা//_______
আরো একটা মায়ার বছর মুখ ঢেকে চলে যাচ্ছে--ওড়নাটা বুকের ওপর ফেলা বটেএকটু অসাবধানী,নিতান্ত বিষণ্ন-অভিমানী-একটি প্রান্ত তখনো মাটি স্পর্শ করে রয়েছে।গোধূলির রাঙা আলো জৌলুস হীন,ঝুপ করে সন্ধ্…
________// গড়া গেলোনা...পূর্ণ-প্রতিমা//_______
আরো একটা মায়ার বছর মুখ ঢেকে চলে যাচ্ছে--
ওড়নাটা বুকের ওপর ফেলা বটে
একটু অসাবধানী,নিতান্ত বিষণ্ন-অভিমানী-
একটি প্রান্ত তখনো মাটি স্পর্শ করে রয়েছে।
গোধূলির রাঙা আলো জৌলুস হীন,
ঝুপ করে সন্ধ্যা নেমে আসে, নিয়মমাফিক--
দূরের কোনো কুঠিবাড়ির বৌ, বার তিনেক শাঁখে
ফুঁ দিতেই,মাখলো আতর জোনাক আলো।
এক অনামী কবি "কবিতার ঘরে" বসে,নির্বিকার
নিজের সৃষ্ট কবিতার আবৃত্তিতে মত্ত-- মাথা নাড়ে,
হুবহু প্রাজ্ঞ ধ্রুপদী আসরে শ্রোতার মতো।।
তর্জনী আর মধ্যমার মাঝে সিগারেট --
নিজেই নিজের ধোঁয়ায় পুড়ে যায়,হুঁশই নেই।
" পূর্ণ-প্রতিমা আজো গড়া সম্ভব হোলো না--
অসম্পূর্ণ।শেষের কবিতায় অবসন্ন মালকোষ।
রাজসাহী অহংকার আজ ছিন্নভিন্ন,রক্তাক্ত উঠোন।
সাজানো অলিন্দ,আলোহীন সাবেক বিহীন "।
আমার নতুন কবিতায় প্রাণদান অনুষ্ঠানে
"সুমেধা",তোমার উপস্থিতি গুরুত্বপূর্ণ, আর
তুমি নিজেই বলেছিলে, "আসবো অবশ্যই"।
শিউলি ঝরা রাজপথ ধরে-- তবে এসো।
"আকাশ",তুমিও এসো নির্মল নীলাভরণে।
"সোমলতা", তুমিও এসো স্মৃতিকথা নিয়ে।
দেরী হল অনেক,তবুও এসো উৎসবের রঙে।
------------//মণীন্দ্রনাথ বাগ //-----//প্রবাসে //----
(24লাইনে ধৃত)/07/10/2020