#আমার শরৎ (৭. ১০. ২০২০)#সংহিতা মজুমদার
ভোরের ওই স্নিগ্ধ আলো,মনের গহীনে শান্তি মেলালো।চিত্ত ভুলিয়ে নয়ন জুড়িয়ে,পুলকিত হৃদয় মন ভরালো।নরম আলোর পরশে তৃষ্ণা মিটিয়ে,এদৃশ্যে যেন নেশা ছড়ালো।।
বৃক্ষে বৃক্ষে শিউলির হাসি, পুজোর আগমনী বার্তা শো…
#আমার শরৎ (৭. ১০. ২০২০)
#সংহিতা মজুমদার
ভোরের ওই স্নিগ্ধ আলো,
মনের গহীনে শান্তি মেলালো।
চিত্ত ভুলিয়ে নয়ন জুড়িয়ে,
পুলকিত হৃদয় মন ভরালো।
নরম আলোর পরশে তৃষ্ণা মিটিয়ে,
এদৃশ্যে যেন নেশা ছড়ালো।।
বৃক্ষে বৃক্ষে শিউলির হাসি,
পুজোর আগমনী বার্তা শোনালো,
হাওয়ার দোলায় শুভ্র কাশও
বাতাস-সুরের ছন্দ মেলালো।
সোনালী রোদের স্পর্শে যেন,
কাশবনও সোনা ঝরালো।।
শরতে - রাঙা মেঘের মাদকতায়,
আজ যেন মন হারালো।
আকাশের রং শিশিরের গায়ে,
মুগ্ধ শান্ত পরশে জোড়ালো।
যেন কোনো কোমল হৃদয়ে
শান্ত বাতাস মুক্ত ছড়ালো।।
©সংহিতা মজুমদার।