Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

পুকুরকলমে.. শুভ্রাংশু কুম্ভকারতারিখ..১৬/১০/২০২০
সান-বাঁধানো ঘাটের সিঁড়ি বেয়ে নামা ধীরে,কিশোরীর পায়ে নুপুরে জল ছলাৎ ছলাৎ করে।নীল কালো রঙ জলের মাঝে শাপলা শালুক পদ্ম,চোখের সমুখে রেখেছে সাজিয়ে প্রকৃতির নৈবেদ্য।পাড় বরাবর সকালের রোদ ছড়…



 পুকুর

কলমে.. শুভ্রাংশু কুম্ভকার

তারিখ..১৬/১০/২০২০


সান-বাঁধানো ঘাটের সিঁড়ি বেয়ে নামা ধীরে,

কিশোরীর পায়ে নুপুরে জল ছলাৎ ছলাৎ করে।

নীল কালো রঙ জলের মাঝে শাপলা শালুক পদ্ম,

চোখের সমুখে রেখেছে সাজিয়ে প্রকৃতির নৈবেদ্য।

পাড় বরাবর সকালের রোদ ছড়ায় সোনার হাসি,

গাছের ফাঁকে আলো পড়ে চিকচিক করে জলরাশি।

খেজুরের গুঁড়ি বেঁকে বেঁকে ছুঁয়ে থাকে জল,

প্রাত‍্যহিক স্নানবেলায় শৈশবের ঝাঁপ কোলাহল।

নীচু পাড়ে ছিপ হাতে চুপচাপ অপেক্ষায় কেউ,

গোঁতামারা মাছেদের ছোট মুখে সৃষ্টি করে ঢেউ।

ব‍্যস্ত সংসারের ফাঁকে কাপড়ের রাশি,

কেঁচে নিয়ে ঘরে ফেরে মা বোন মাসি।

সকাল ছাড়িয়ে বেলা দুপ্রহর হলে,

তেল মেখে স্নান সাথে গল্পটা চলে।

সূর্যের চলাচলে বেলা বয়ে যায়,

জনহীন পুকুরটি থাকে নিরালায়।

বিকেলের জলকেলি হাসেদের ভিড়,

খেলা করা সব জীব ফিরে যায় নীড়।

দিনমজুরেরা স্নান সারে গোধূলিতে,

একাকী নির্জন পুকুর অন্ধকার রাতে।

বুক জুড়ে চাঁদ ফেলে জোছনার রাশি,

আলো জলে মাখামাখি ভালোবাসাবাসি।