বিষয় - কবিতা
অসুখে বন্ধনের স্বাদ
সিদ্ধার্থ রায় চৌধুরী
১৬ই অক্টোবর ২০২০
অসুখ হলে বিছানা আর গায়ের চাদর বদলে দেয় সকাল সন্ধ্যায়।ডাক্তার আসে নিয়ম মেনে ওষুধ খেতে হয়, সবার সেবা যত্ন নিতে হয় ইচ্ছায় বা অনিচ্ছায়।
সংসারের অনুচ্চারিত একমাত্র অ…
বিষয় - কবিতা
অসুখে বন্ধনের স্বাদ
সিদ্ধার্থ রায় চৌধুরী
১৬ই অক্টোবর ২০২০
অসুখ হলে বিছানা আর গায়ের চাদর বদলে দেয় সকাল সন্ধ্যায়।
ডাক্তার আসে নিয়ম মেনে ওষুধ খেতে হয়, সবার সেবা যত্ন নিতে হয় ইচ্ছায় বা অনিচ্ছায়।
সংসারের অনুচ্চারিত একমাত্র অর্থ কতব্য হয়।
বাজারের থলে চলমান জীবন দিন আর রাতের সাথে তাল মিলিয়ে ছুটে সবার মুখে হাসিটা যোগান দিতেই হয়।
এটাকে সংসার ধর্ম সবাই কয়।
উনানে আগুন ফুটন্ত তেলে ভালো বা মন্দ খাবারের গন্ধে একসাথে পাত পেড়ে হেসে খেতে বসে সবাই।
সংসারের আসল বন্ধন এটাই আমার মনে হয়।