Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-পাক্ষিক-সেরা-লেখনী-সম্মাননা

পাক্ষিক সেরা প্রতিযোগিতাকবিতা    :   বুকের ভিতরে বুককলমে    :   শক্তিপদ ঘোষতারিখ    :   ২৪ , ০৯ , ২০২০
আগুন লেগেছে চোখে--মনে কদর্য কামনার ,আগুনের ঝড়ে খসে গেছে সে'মেঘের শামিয়ানা ;বুকের মধ্যে বুক সব--জ্বলে পুড়ে ছারখার ,আলভাঙা…

 


পাক্ষিক সেরা প্রতিযোগিতা

কবিতা    :   বুকের ভিতরে বুক

কলমে    :   শক্তিপদ ঘোষ

তারিখ    :   ২৪ , ০৯ , ২০২০


আগুন লেগেছে চোখে--মনে কদর্য কামনার ,

আগুনের ঝড়ে খসে গেছে সে'মেঘের শামিয়ানা ;

বুকের মধ্যে বুক সব--জ্বলে পুড়ে ছারখার ,

আলভাঙা ঘেরা মাঠে গর্জে দানবে কারখানা ।


বুকের আদুরে সে'মাঠ--শুখায় ফেটে চৌচির ,

চাষীর নাড়িতে বাজে সে' নাড়ি ছেঁড়ার যন্ত্রণা ;

দুই চোখের দুই তারায়--নিশ্ছিদ্র তিমির ,

উঠোনখানা ফাঁকা--কি সংগঠিত প্রবঞ্চনা ।


মগজে লেগেছে মড়ক--কর্ষণের নাই দায় ,

তেষ্টার আগেই বৃষ্টি--হাত বাড়ালেই চাঁদ ; 

মনোসংযোগ যত--চর্মের পরিচর্যায় ,

রূপ নিয়েই ব্যস্ত--রূপে বড্ড দুর্বিপাক ।


বুকের ভিতরে বুক সবার--সীমাহীন মরুভূমি ,

কবে আর দেখা দেবে--শ্যামগম্ভীর মৌসুমী ?

---------------------------------------------------------------