#পাক্ষিক_সেরা_প্রতিযোগিতা#বিভাগ_কবিতা#শিরোনাম_লাল_আগুন#কলমে_সুপর্ণা#তারিখ:২৫/০৯/২০২০
শুধু লাল আগুন দেখছো?কান্না পাচ্ছে?খুব কষ্ট হচ্ছে?হাহাকার চোখের সামনে ভেসে উঠছে?
এটা তো দু দিনের আবেগ।যখন আবেগ ঝরিয়ে ক্ষান্ত হবে,মনে থাকবে সবুজের ত…
#পাক্ষিক_সেরা_প্রতিযোগিতা
#বিভাগ_কবিতা
#শিরোনাম_লাল_আগুন
#কলমে_সুপর্ণা
#তারিখ:২৫/০৯/২০২০
শুধু লাল আগুন দেখছো?
কান্না পাচ্ছে?
খুব কষ্ট হচ্ছে?
হাহাকার চোখের সামনে ভেসে উঠছে?
এটা তো দু দিনের আবেগ।
যখন আবেগ ঝরিয়ে ক্ষান্ত হবে,
মনে থাকবে সবুজের তীব্র আর্তনাদ?
বন্যের চামড়া পোড়া গন্ধ?
আকাশের দম বন্ধ কষ্ট?
পারলে একটু মনে রেখো।
প্রকৃতিকে একটু দেখো।
এ আগুন বুকের মধ্যে বাঁচিয়ে রাখো।
কৃত্রিমতার মোড়কে ডুবে যেতে যেতে,
ভুলে যেও না এ দৃশ্য।
যা দেখে আজ চোখে জল ঝরাচ্ছ
কাল সে জল গাছে দিও,
পারলে একটা গাছ লাগিও।
সব ক্ষতির পূরণ হয় না জানি,
তবে পাপের ঘড়া না হয় একটু কমুক।
পৃথিবী আরও কিছুদিন বাঁচুক।
সুপর্ণা দাস 💕