Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিভিন্ন দাবিতে খড়্গপুর ডি আর এম অফিসের সামনে শ্রমজীবী মানুষের বিক্ষোভ সভা

নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর : বামপন্থীদের নেতৃত্বে বিভিন্ন দাবিকে সামনে রেখে শ্রমজীবী মানুষের বিক্ষোভ সমাবেশ হলো খড়্গপুর ডি আর এম অফিসের সামনে। মঙ্গলবার খড়্গপুর ডিআরএম অফিসের সামনে সিটু অনুমোদিত রেলওয়ে হকার্স ইউনিয়ন ,আর সি…


 
 নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর : বামপন্থীদের নেতৃত্বে বিভিন্ন দাবিকে সামনে রেখে শ্রমজীবী মানুষের বিক্ষোভ সমাবেশ হলো খড়্গপুর ডি আর এম অফিসের সামনে। মঙ্গলবার খড়্গপুর ডিআরএম অফিসের সামনে সিটু অনুমোদিত রেলওয়ে হকার্স ইউনিয়ন ,আর সি এল ইউ এবং পঃ বঃ বস্তি উন্নয়ন সমিতির জেলা কমিটির উদ্যোগে রেল হকারদের কাজের নিশ্চয়তা, রেল ঠিকা শ্রমিকদের কাজের নিশ্চয়তা সহ ন্যুনতম মজুরী প্রদান,পিএফ,ইএসআই নিশ্চিত করা, স্বাস্থ্য বিধি মেনে ট্রেন চালু করা, বস্তি বাসীদের উচ্ছেদ না করা সহ বিভিন্ন দাবীতে বিক্ষোভ সভা ও মিছিল হলো। বক্তব্য রাখেন সংগঠনগুলির রাজ্য নেতৃত্ব নেপালদেব ভট্টাচার্য, শিহরণ আচার্য, অলোকেশ দাস সহ, সিটুর জেলা সম্পাদক বিশ্বনাথ দাস, দিলীপ দে প্রমুখ।

 সভার শেষে ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখানোর সময় আরপিএফ বাধা দেয়। সভার শুরুতে গণজাগরণ কন্ঠের শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন। সভায় সভাপতিত্ব করেন বিজয় জানা।