নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : নতুন চমক আসতে চলেছে ক্রেয়েটিভ মেমোরিজ এর ব্যানারে। মেদিনীপুর শহর তথা পশ্চিম মেদিনীপুর জেলায় ক্রিয়েটিভ মেমোরিজ মানেই অন্য ধারার আলোকচিত্র ও চলচিত্র। এর আগে ডিরেক্টর অফ ফটোগ্রাফার হিসেবে বারবার নজর…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : নতুন চমক আসতে চলেছে ক্রেয়েটিভ মেমোরিজ এর ব্যানারে। মেদিনীপুর শহর তথা পশ্চিম মেদিনীপুর জেলায় ক্রিয়েটিভ মেমোরিজ মানেই অন্য ধারার আলোকচিত্র ও চলচিত্র। এর আগে ডিরেক্টর অফ ফটোগ্রাফার হিসেবে বারবার নজর কেড়েছেন সংস্থার কর্ণধার সুমন রোম। সম্প্রতি তাঁর সংস্থা ঝুঁকেছে স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণে। শুরুর দিকেই চমক।
নিসর্গ নির্যাসের স্টোরি লাইনে, সুমন ও নিসর্গের যৌথ পরিচালনায় আসতে চলেছে দেবী দুর্গার গল্প। খুব সাধারণ ঘটনাকে কেন্দ্র করেই এই শর্ট ফিল্ম। ডিরেক্টর অব ফটোগ্রাফার সুমন ও সৌমেন। মূল চরিত্রে অভিনয় করেছেন নন্দিনী। সম্পাদনায় সৌমেন ও জিৎ।
শুধু শর্ট ফিল্ম নয়, এই বিষয় নিয়ে আসতে চলেছে ফটো সিরিজ-ও। পুজোর আগেই মুক্তি পাবে। তবে এ বিষয়ে এনিয়ে বিস্তারিত কিছু বলতে নারাজ প্রোডাকশন।