পুজোর আগে দীঘা হাওড়া এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে দীঘা স্টেশনে ডেপুটেশন দিল দীঘা শঙ্করপুর হোটেলিয়ারস্ অ্যাসোসিয়েশন।কভীড-১৯ মহামারীর কারণে দীর্ঘদিন ট্রেন চলাচল বন্ধ রয়েছে গোটা ভারতবর্ষে জুড়ে। দীর্ঘ লকডাউন উঠে গেলেও ট্রেন চলাচল…
পুজোর আগে দীঘা হাওড়া এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে দীঘা স্টেশনে ডেপুটেশন দিল দীঘা শঙ্করপুর হোটেলিয়ারস্ অ্যাসোসিয়েশন।
কভীড-১৯ মহামারীর কারণে দীর্ঘদিন ট্রেন চলাচল বন্ধ রয়েছে গোটা ভারতবর্ষে জুড়ে। দীর্ঘ লকডাউন উঠে গেলেও ট্রেন চলাচল এখনো স্বাভাবিক হয়নি। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ৮ জুন পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেইমতো পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র সমুদ্র নগরী দীঘা ছাড়পত্র পায় পর্যটন কেন্দ্র হিসেবে। ইতিমধ্যেই দীঘায় ভিড় জমিয়েছে বহু পর্যটক।কিন্তু দীঘা শঙ্করপুর হোটেলিয়ারস্ অ্যাসোসিয়েশনের দাবি দূরপাল্লার ট্রেন চালু হলে পর্যটনের সংখ্যা আরো বাড়বে। সেই কারণে শুক্রবার দীঘা স্টেশনে স্টেশন ম্যানেজারের কাছে লিখিত ডেপুটেশন জমা দেন।