# পাক্ষিক সেরা প্রতিযোগিতা# বিষয় -উন্মুক্ত# শিরোনাম- স্বপ্ন কলমে- মনীষা পলমল25/9/20
চলো না আজ ,দুজন মিলেস্বপ্ন দেখি , পরের জন্মের।
আমি হবো ভোরের সোনা আলো ,আলতো ছোঁয়ায় , ঘুম ভাঙ্গিয়ে, বাসবো তোমায় ভালো।তুমি হয়ো, বিরাট নীলাকাশ,,,,,…
# পাক্ষিক সেরা প্রতিযোগিতা
# বিষয় -উন্মুক্ত
# শিরোনাম- স্বপ্ন
কলমে- মনীষা পলমল
25/9/20
চলো না আজ ,দুজন মিলে
স্বপ্ন দেখি , পরের জন্মের।
আমি হবো ভোরের সোনা আলো ,
আলতো ছোঁয়ায় , ঘুম ভাঙ্গিয়ে, বাসবো তোমায় ভালো।
তুমি হয়ো, বিরাট নীলাকাশ,,,,,,
সোনার আলোয় মাখামাখি
খুশির দিনের আশ।
আমি হবো ভোরবেলাকার পাখি,
গানের সুরে ঘুম ভাঙ্গাবো, তোমার দ্বারে আসি ।
তুমি হয়ো পান্না সবুজ মাঠ,,,,,
তোমার বুকে হারিয়ে যাব,ছড়িয়ে দু্ই হাত।
আমি হবো বাউলের একতারা,
গুনগুনিয়ে,সুর শুনিয়ে,করবো দিশেহারা ।
তুমি হয়ো পাগল বাউলমন,,,,
দুজন মিলে, গানের সুরে, ভরবো এ ভুবন॥
॥মনীষা॥