Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জরুরী প্রয়োজনে রক্ত দিলেন কুইজ কেন্দ্রের সম্পাদক শিক্ষক

দেশমানুষ নিউজ ডেস্ক: কলকাতায় চিকিৎসাধীন মেদিনীপুরের রোগী জরুরী প্রয়োজনে রক্ত দিলেন কুইজ কেন্দ্রের সম্পাদক শিক্ষক সুজন বেরা।  মেদিনীপুরে পাশে দাঁড়ালো মহানগর কল্লোলিনী কলকাতা। করোনা পরিস্থিতিতে উৎসবের আবহেই জরুরী প্রয়োজনে রক্তদ…

 


দেশমানুষ নিউজ ডেস্ক: কলকাতায় চিকিৎসাধীন মেদিনীপুরের রোগী জরুরী প্রয়োজনে রক্ত দিলেন কুইজ কেন্দ্রের সম্পাদক শিক্ষক সুজন বেরা।  মেদিনীপুরে পাশে দাঁড়ালো মহানগর কল্লোলিনী কলকাতা। করোনা পরিস্থিতিতে উৎসবের আবহেই জরুরী প্রয়োজনে রক্তদানে এগিয়ে এলেন মেদিনীপুর কুইজ কেন্দ্রের সম্পাদক শিক্ষক সুজন বেরা। কলকাতার নিউটাউন রাজারহাটে টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন মেদিনীপুর শহরের নতুন বাজার এলাকার এক যুবকের চিকিৎসার জন্য বি পজেটিভ রক্তের প্রয়োজন ছিল। বুধবার রাতে রোগীর বাড়ির লোকেদের আহ্বানে জরুরী ভিত্তিতে বৃহস্পতিবার মহাষষ্ঠীর সকালে হাসপাতালে উপস্থিত হয়ে রক্তদান করলেন কলকাতার বেলগাছিয়ার দত্তবাগানের মিল্ক কলোনী এলাকার বাসিন্দা তথা পূর্ব মেদিনীপুর জেলার কোলা ইউনিয়ন হাইস্কুলের জনপ্রিয় শিক্ষক সুজন বেরা। সুজনবাবু বিগত একবছরে এটা নিয়ে তিনবার এবং করোনা আবহে এই নিয়ে দুবার রক্ত দিলেন। উল্লিখিত চিকিৎসাধীন যুবকের চিকিৎসার প্রয়োজনে বিগত কয়েক মাস ধরে বি পজেটিভ রক্তের প্রয়োজন হচ্ছে। মাস দুয়েক আগে রক্তের প্রয়োজনে রোগীর বাড়ির লোক যোগাযোগ করেছিলেন মেদিনীপুর কুইজ কেন্দ্রের সদস্য মেদিনীপুর শহরের বাসিন্দা রক্তদান আন্দোলনের কর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়ার সাথে।তখন সুদীপ বাবু যোগাযোগ করিয়ে দিয়েছিলেন সুজন বাবুর সাথে।সেই সময় সুদীপ বাবুর আহ্বানে সাড়া দিয়ে রক্তদানে এগিয়ে এসেছিলেন বারুইপুরের যুকক সৈকত দাস এবং মেদিনীপুর থেকে কলকাতায় এসে রক্ত দিয়েছিলেন আকাশ গাঙ্গুলি।তাই তখনকার মত রক্তের প্রয়োজন মিটে গিয়েছিল। এখন আবার প্রয়োজন হওয়াতে রক্ত দিতে ছুটে এলেন শিক্ষক সুজন বেরা।