Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্টাফ স্পেশালে ওঠার দাবিতে হাওড়া স্টেশনে যাত্রী বিক্ষোভ, রেল পুলিশের লাঠিচার্জ

লোকাল ট্রেন চলছে না।যাত্রীদের হয়রানি চলছে প্রথম দিন থেকেই।অথচ স্টাফ স্পেশাল চলছে।কিন্তু রেলে চাকরি করেন না এমন মানুষদের এই ট্রেনে ওঠবার নিয়ম নেই।কেউ উঠলে জিআরপি তাঁর ঘাড় ধরে নামিয়ে দিচ্ছে ।আর এই নিয়ে বিভিন্ন স্টেশনে বিক্ষোভ চলছে …

 


লোকাল ট্রেন চলছে না।যাত্রীদের হয়রানি চলছে প্রথম দিন থেকেই।অথচ স্টাফ স্পেশাল চলছে।কিন্তু রেলে চাকরি করেন না এমন মানুষদের এই ট্রেনে ওঠবার নিয়ম নেই।কেউ উঠলে জিআরপি তাঁর ঘাড় ধরে নামিয়ে দিচ্ছে ।আর এই নিয়ে বিভিন্ন স্টেশনে বিক্ষোভ চলছে অনেক দিন ধরেই।

       আজ ও গতকাল সেই বিক্ষোভের আঁচ এসে পড়লো হাওড়া স্টেশনে।স্টাফ স্পেশাল ট্রেনে ওঠবার জন্য বহূ মানুষ এখানে ভিড় করে।তাঁদের দাবি আমাদের গাড়ি তে উঠতে দিতে হবে।ভিড় বাড়ছে দেখে স্টেশনের গেটে তালা লাগিয়ে দেওয়া হয়।কিন্তু বিক্ষোভ কারিদের বিক্ষোভ চলতে চলতে সে তালাও ভেঙে ফেলা হয়।

এর পরেই শুরু হয় জিআরপি এফের লাঠিচার্জ ।আর সেই লাঠির আঘাতে বহূ মানুষ ই আহত হন।এমনকি মহিলা যাত্রীরাও বাদ যায় নি।

বিক্ষোভকারীরা জানান তাদের অধিকাংশ ই স্বাস্থ্য কর্মী ।দিনরাত পরিশ্রম করছেন করোনা মোকাবিলায় ।অথচ সেই সেবিকাদের রেল পুলিশ লাঠিচার্জ করে বাড়ি ফেরার পথ বন্ধ করে দিচ্ছে ।

লোকাল ট্রেনের অভাবে বহূ যাত্রী আজ সত্যি ই বিপদে পড়ছেন।দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা জানান কবে লোকাল চলবে জানি না।এভাবে কতদিন অফিস যেতে পারবো।তার থেকে সরকার লক ডাউন করে দিক।

আসলে গন পরিবহনের সংখ্যা ও কম।এছাড়া বাসের ভাড়া ও বেশি।ফলে যাত্রী রা সত্যি মহা বিপদে।

রাজ্য সরকার সায় না দিলে লোকাল ট্রেন চলবে না।বললেন এক রেল কর্মী ।তিনি আরো বলেন সায় কেন দেবেন এক লিটার তেলে তো রাজ্য সরকারের চব্বিশ টাকা আসে।ট্রেন চললে সে টাকা তো আসবে না।

লোকাল ট্রেন চললে সংক্রমণ বাড়তে পারে সেই আশঙ্কার কথা মাথায় রেখে লোকাল ট্রেন বন্ধ ।কিন্তু মানুষ পথে ঘাটে বেরুলে সব থেকে সস্তার পরিবহন এই রেল।

বিক্ষোভকারীরা দাবি তোলেন অবিলম্বে লোকাল ট্রেন চালু করা হোক।আর যে কদিন না চলে স্টাফ স্পেশালে ওঠবার অনুমতি দেওয়া হোক।

রেলের পক্ষ থেকে এখনো কোন প্রতিশ্রুতি দেওয়া হয়নি।জানা গেছে রাজ্য সরকারের অনুমতি ছাড়া এ রাজ্যে লোকাল ট্রেনের চাকা গড়াবে না।


তরুন চট্টোপাধ্যায় ।