Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাতের-অন্ধকারে-আগুনে-পুড়ে-ভষ্মিভূত-বর্জ্য-প্লাস্টিক-গোডাউন

রাত এগারোটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার জিয়াদা এন এইচ 6 নম্বর জাতীয় সড়কের ধারে একটি প্লাস্টিকের গোডাউনে আচমকাই আগুন লাগে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় পুরো গোডাউন। এই প্লাস্টিক গোডাউনে বর্জ্য প্লাস্টিক সংশোধন করা হ…

  


রাত এগারোটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার জিয়াদা এন এইচ 6 নম্বর জাতীয় সড়কের ধারে একটি প্লাস্টিকের গোডাউনে আচমকাই আগুন লাগে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় পুরো গোডাউন। এই প্লাস্টিক গোডাউনে বর্জ্য প্লাস্টিক সংশোধন করা হয়। পরে কলকাতায় রপ্তানি করে। সকাল হতেই চারিদিকে ছড়িয়ে ছুটিয়ে রয়েছে পুড়ে যাওয়া স্তুপ। ঘটনাস্থলে পাঁশকুড়া থেকে একটি এবং কোলাঘাট থেকে দুটি দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্লাস্টিক গোডাউন কর্তৃপক্ষ জানাই যে প্রায় কুড়ি থেকে তিরিশ লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে এখনো পর্যন্ত জানা যায় না কি কারণে এই আগুন। ইতিমধ্যেই তদন্তে শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ।