তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকে ফের প্রকাশ্যে তৃনমুলের গোষ্ঠীদ্বন্দ্ব। গতকাল নিজেকে সভাপতি হিসেবে দাবি করে পঞ্চায়েত সমিতির সভাপতির চেয়ারে বসেছিলেন সাসপেন্ডেট তৃনমুল নেতা দিবাকর জানা। আজকে সেই দিবাকর জানার বিরুদ্ধ্যে পঞ্চায়েত সমিতির …
তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকে ফের প্রকাশ্যে তৃনমুলের গোষ্ঠীদ্বন্দ্ব। গতকাল নিজেকে সভাপতি হিসেবে দাবি করে পঞ্চায়েত সমিতির সভাপতির চেয়ারে বসেছিলেন সাসপেন্ডেট তৃনমুল নেতা দিবাকর জানা। আজকে সেই দিবাকর জানার বিরুদ্ধ্যে পঞ্চায়েত সমিতির নথি চুরি,চাবি চুরি সহ একাধিক অভিযোগ এনে তমলুক থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন শহিদ পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি তথা ওই পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শোভা সাউ। উল্লেখযোগ্য বিষয়, সেই অভিযোগপত্রে সই করেছেন খোদ ওই ব্লকের বিডিও সুমন মন্ডলও।