স্কুলের মাঠে স্বদেশী মেলাতে কবি নজরুল :আজ থেকে প্রায় ৯৫ বছর পূর্বে ২৮শে পৌষ ১৩৩১ সালে (ইংরেজি ১৯২৫ সাল)তমলুক হ্যামিল্টন হাই স্কুলের মাঠে স্বদেশী মেলা হয়েছিল। এই সভার প্রধান উদ্যোক্তা তৎকালীন তমলুক হ্যামিল্টন হাই স্কুলের প্রধান…
স্কুলের মাঠে স্বদেশী মেলাতে কবি নজরুল :
![]() |
জয়দীপ পন্ডা |
পরের বছর মেলার উদ্বোধক ছিলেন বিপ্লবী অগ্নিকন্যা হেমপ্রভা মজুমদার ।মেলাতে উপস্থিত ছিলেন কবি কাজী নজরুল ইসলাম ।অতিথি হিসেবে ছিলেন ভাষাতত্ত্ববিদ হরপ্রসাদ শাস্ত্রী , বিপ্লবী বীরেন্দ্রনাথ শাসমল , বিপ্লবী প্রতাপ চন্দ্র গুহরায়, সাহিত্যিক ও গায়ক নলিনীকান্ত সরকার ,অজয় মুখোপাধ্যায় ও প্রফুল্ল সেন ।ছিলেন চারণ কবি মুকুন্দ দাস।
মেলাতে কবি নজরুল ইসলাম তার বিখ্যাত বিদ্রোহী কবিতা স্বকন্ঠে আবৃত্তি করে শোনান। মেলা উপলক্ষে তমলুক হামিল্টন হাই স্কুল মাঠে বিশাল স্টল বসেছিল। তবে এই মেলা থেকে ইংরেজ বিদ্বেষী প্রচারের কারণে ,বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর স্কুলের আর্থিক সাহায্য বন্ধ করার হুমকি আশায় পরবর্তীকালে ,আর স্বদেশী মেলা করা সম্ভব হয়নি। তমলুকের ইতিহাসে এই দিনটির কথা তমলুক বাসি হিসাবে চিরকাল যেমন মনে রাখবে, তেমনি ঐতিহ্যবাহী তমলুক হামিল্টন হাই স্কুলের মাটিতে কাজী নজরুল ইসলাম , আচার্য প্রফুল্ল চন্দ্র রায় সহ বহু গুণী মানুষের পদস্পর্শে আজও আমরা গর্ব অনুভব করি।
তথ্যসূত্র-জয়দীপ পন্ডা, শিক্ষক ও ইতিহাস গবেষক, নিশ্চিন্ত বসান, তমলুক।