দেশমানুষ নিউজ ডেস্ক, তমলুক: আবারো বিগত ২৪ ঘন্টায় দুই মেদিনীপুরে মোট করণা আক্রান্তের সংখ্যাটা ছাড়িয়ে গেল তিন শতাধিক। সেই সঙ্গে এ পর্যন্ত মোট করণা আক্রান্তের সংখ্যাটাও ২৫ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। পাশাপাশি করণা আক্রান্ত এ একদিনে…
দেশমানুষ নিউজ ডেস্ক, তমলুক: আবারো বিগত ২৪ ঘন্টায় দুই মেদিনীপুরে মোট করণা আক্রান্তের সংখ্যাটা ছাড়িয়ে গেল তিন শতাধিক। সেই সঙ্গে এ পর্যন্ত মোট করণা আক্রান্তের সংখ্যাটাও ২৫ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। পাশাপাশি করণা আক্রান্ত এ একদিনে দুই মেদিনীপুরে আরও তিনজনের মৃত্যুর খবরে মোট মৃত্যুর সংখ্যাটাও ছাড়িয়ে গেল সাড়ে তিনশোর গণ্ডি।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় মোট করণা আক্রান্তের সংখ্যা ১৩২১২জন। অর্থাৎ এক দিনেই জেলায় ১৪০জন সংক্রামিত হয়েছেন। অপরদিকে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৬৬জনের সংক্রমণ ঘটেছে। ফলে মোট আক্রান্তের সংখ্যাটা ১২১১৮জন। ফলে দুই মেদিনীপুরে এখন মোট করণা আক্রান্তের সংখ্যাটা ২৫ হাজারের গণ্ডি ছাড়ানোর পাশাপাশি একদিনেই মোট আক্রান্তের সংখ্যাটা ৩০৬জন। এক্ষেত্রে অবশ্য আশার আলো বলতে আক্রান্তদের মধ্যে ইতিমধ্যেই দুই মেদিনীপুর জেলায় করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরতে পেরেছেন প্রায় ২২হাজার করোনা জয়ী। তবে উল্টো দিকে আবার মৃত্যুর সংখ্যাটাও দুই মেদিনীপুরে বেড়েই চলেছে। পূর্ব মেদিনীপুর জেলার মোট করণা আক্রান্ত মৃত্যুর সংখ্যা রবিবার রাত পর্যন্ত ছিল ১৬৭। এবং পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রেও একই ভাবে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৮৪জন। অর্থাৎ বিগত ২৪ঘন্টায় নতুন করে দুই জেলায় আরো ৩জন বাসিন্দার মৃত্যুর খবর মিলেছে। এদিকে জেলার পাশাপাশি তমলুক পৌরসভা এলাকাতেও আক্রান্তের সংখ্যাটা ক্রমশই বাড়তে বাড়তে প্রায় সাড়ে তিন শতাধিক ছাড়িয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে অ্যাক্টিভ রোগীর সংখ্যাটাও দুই মেদিনীপুরে যথাক্রমে ১৩০০এবং ১৩৫৬জন।