রোগী ভর্তিকে কেন্দ্র করে পাঁশকুড়ার কোভিড হাসপাতালে উত্তেজনা, ভাঙচুর। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের হেনস্থার অভিযোগ। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ১২টা নাগাদ দুটি গাড়িতে করে জনাদশেক ব্যাক্তি তারা পাঁশকুড়ার কোভিড হাসপাতালে জোর করে ঢোকে…
রোগী ভর্তিকে কেন্দ্র করে পাঁশকুড়ার কোভিড হাসপাতালে উত্তেজনা, ভাঙচুর। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের হেনস্থার অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ১২টা নাগাদ দুটি গাড়িতে করে জনাদশেক ব্যাক্তি তারা পাঁশকুড়ার কোভিড হাসপাতালে জোর করে ঢোকে। তাদের দাবি, দলের এক মহিলার শ্বাসকষ্ট হয়, তৎক্ষনাৎ অক্সিজেনের ব্যাবস্থা করে চিকিৎসা করাতে হবে।
কর্তব্যরত চিকিৎসকরা তাদের জানায়, এটা কোভিড হাসপাতাল। এখানে এইভাবে চিকিৎসা সম্ভব নয়, তারা যেন পাশেই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে যায়। অভিযোগ, তারা সেই সব না শুনেই ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ওপর চড়াও হয়।
তাদের হেনস্থা করা হয় বলেও অভিযোগ। এমনকি হাসপাতালের বেশকিছু যন্ত্রপাতি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ততক্ষনে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।
রোগীকে নিয়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও, চার জনকে আটক করেছে পুলিশ। চারজনের মধ্যে একজনের বাড়ি পাঁশকুড়া এলাকার। অপর তিনজন কলকাতার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।