Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা 
গদ্য কবিতা --বিমূর্ত ভালোবাসা কলমে -- শ্যামল ব্যানার্জী ১০/১০/২০২০
-- ভালোবাসো আমায়?-- বাসি।-- কেন?নিস্পাপ চোখ বলে,-- জানিনা তো।হৃদয় মুচড়ে কান্না এলো,বললেম, -- এমনি করেই কি না জেনে ভালোবাসা যায়।কি সহজ, এক আ…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা 


গদ্য কবিতা --বিমূর্ত ভালোবাসা 

কলমে -- শ্যামল ব্যানার্জী 

১০/১০/২০২০


-- ভালোবাসো আমায়?

-- বাসি।

-- কেন?

নিস্পাপ চোখ বলে,

-- জানিনা তো।

হৃদয় মুচড়ে কান্না এলো,

বললেম, -- এমনি করেই কি না জেনে ভালোবাসা যায়।

কি সহজ, এক আকাশ সরলতা নিয়ে বললে সে,

-- হয়তো বা তাই।

রাস্তার মোড়ে ছিলেম দাঁড়িয়ে 

একটু দুরে তুমি,

ল্যাম্পপোস্টের আধো আলোছায়া তার

প্রতিবিম্ব প'ড়েছে ঠিকরে তোমার মুখে

আমি হতবাক।

আহাঃ, কি অনির্বচনীয় --

তন্বী তুমি  রুপসী বহ্নি 

প্রেমের দহন কালে এলে

কাব্য মানসী তুমি ঈশ্বরী আমার

না বলা কত কথা বলে গেলে।

তোমার বিমূর্ত ভালোবাসা 

আমার সব স্বপ্নের ছবি এঁকে যায়,

মনে হয়, নাটোরের না হোক

কোনো এক অনামিকার উজ্জ্বল চোখে 

দেখেছি আমার শান্তির নীড়।