Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মোদীর স্বপ্ন প্রকল্প ঘিরে কোটি কোটি তছরুপের ঠিকানা পেল কৃষি মন্ত্রক

তরুন চট্টোপাধ্যায় । মোদীর স্বপ্নের  প্রধানমন্ত্রী কৃষান প্রকল্পটি টি ঘিরে কোটি কোটি টাকার তছরুপের ঘটনা ঘটেছে।আর এই নিয়ে এখন বাজার সরগরম। ভুয়ো দাবিদার দের হাতে চলে গেছে কোটি কোটি টাকা।অথচ প্রকল্পের নিয়ম অনুযায়ী এই সব ভোক্তা এই ট…

 

ছবি সংগৃহীত

 । তরুন চট্টোপাধ্যায়

মোদীর স্বপ্নের  প্রধানমন্ত্রী কৃষান প্রকল্পটি টি ঘিরে কোটি কোটি টাকার তছরুপের ঘটনা ঘটেছে।আর এই নিয়ে এখন বাজার সরগরম। ভুয়ো দাবিদার দের হাতে চলে গেছে কোটি কোটি টাকা।অথচ প্রকল্পের নিয়ম অনুযায়ী এই সব ভোক্তা এই টাকার দাবিদার হতে পারেন না।

বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেন কৃষান প্রকল্পটি তাঁদের স্বপ্নের প্রকল্প । আর সর্ষের মধ্যে ভুতের মতোই সেই প্রকল্পটি ঘিরে দেখা দিয়েছে নানা ভুল ভ্রান্তি ।যারা এ টাকার দাবিদার নয় আজ তারাও এই প্রকল্পের টাকা পকেটে ঢুকিয়ে ছেন।
2018 সালে শুরু এই প্রকল্প টিতে কেন্দ্রীয় সরকার প্রত্যেক কৃষক কে ছয় হাজার করে টাকা দেন।আর তা অবলীলাক্রমে কৃষকেরা এতদিন নিয়ে আসছিলেন।
আর এই প্রথম কৃষি মন্তক এই প্রকল্প টি নিয়ে অনুসন্ধান চালান।স্যাম্পেল পরীক্ষায় 12 লক্ষ্য কৃষকদের মধ্যে দেখা যায় শতকরা 4 জন ভোক্তা এই প্রকল্পের টাকা পেতে পারে না।সারা দেশে উপভোক্তা যদি 10 কোটি হয় তাহলে এর মধ্যে 40 লক্ষ্য কৃষক এর উপযুক্ত নয়।আর টাকার হিসাবে তা 2400 কোটি টাকার  মতো।কুশ শর্মার করা আর টি আই এর জেরে এই তথ্য জন সমক্ষে এসেছে।
আর এই ভুয়ো ভোক্তার শীর্ষে রয়েছে আসাম রাজ্য ।1.61লক্ষ্য এখানে সুবিধা ভোগী।কিন্তু শতকরা 16 জন এই সুবিধা ভোগের অধিকারী নয়।সংখ্যায় তা 26019 জন।
অন্ধ্রপ্রদেশে এই প্রকল্পের সুবিধা ভোগ করেন 2.24লক্ষ্য কৃষক।এর মধ্যে 12291 জন এই সুবিধা পাওয়ার উপযুক্ত নয়।
মহারাষ্ট্রের ক্ষেত্রে এই কৃষক সংখ্যা 1.64লক্ষ্য ।এর মধ্যে 2450 জন এই প্রকল্পের অনুপযুক্ত ।তবুও এরা সকলেই এই টাকা পেয়ে আসছেন।
কৃষি মন্ত্রকের তরফ থেকে প্রত্যেক রাজ্য কেই কৃষকদের যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছিল।কিন্তু মহারাষ্ট্র, তামিলনাড়ু ও রাজস্থান বাদ দিলে আর কোন বড় রাজ্য কোন রিপোর্ট জমা দেয় নি।এই সব রাজ্যের যুক্তি করোনা আবহের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ভেরিফিকেশন করতে সক্ষম হয়নি তারা ।ফলে রিপোর্ট জমা পড়েনি।
2018 সালে প্রকল্প শুরুর সময় 2 হেক্টর পর্যন্ত যাদের জমি তাঁরা ই এক প্রকল্পের আওতায় আসার কথা ছিল।আর 2019 সালে নির্বাচনী প্রতিশ্রুতি তে বলা হয় জমির সিলিং থাকবে না।ফলে হিসাব মতো 14.5 কোটি কৃষকের এই প্রকল্পের আওতায় আসার কথা।বর্তমানে তা 11.17 কোটি এই সুবিধার আওতায় রয়েছে।
দেশ জুড়ে মোদির এই স্বপ্নের আওতায় থাকা প্রকল্প কে ঘিরে ভুয়ো ভোক্তার সন্ধান মিললো।আর সেই খাতে সরকারী কোষাগারের কোটি কোটি টাকা নয় ছয়ের অভিযোগ ।
মোদীর স্বপ্ন প্রকল্প ঘিরে অমাবস্যার কালো মেঘ।ভুয়ো ভোক্তা জল ঢেলে দিলো মোদীর স্বপ্নের প্রকল্পে ।