Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্যে সংক্রমণ বাড়ছে, টুইট করলেন রাজ্যপাল

রাজ্যের করোনা পরিস্থিতি কে কেন্দ্র করে রাজ্য পাল জগদীশ ধনকড় আরো একবার বিঁধলেন রাজ্য সরকার কে।পুজোর পরিস্থিতিতে এ রাজ্যের করোনা সংক্রমণের হার বেশি। অন্য রাজ্যের করোনা পরিস্থিতিতে উল্লেখযোগ্য ভালো ফল এলেও তা আসছে না এ রাজ্যে ।ফলে স…

 


রাজ্যের করোনা পরিস্থিতি কে কেন্দ্র করে রাজ্য পাল জগদীশ ধনকড় আরো একবার বিঁধলেন রাজ্য সরকার কে।পুজোর পরিস্থিতিতে এ রাজ্যের করোনা সংক্রমণের হার বেশি। অন্য রাজ্যের করোনা পরিস্থিতিতে উল্লেখযোগ্য ভালো ফল এলেও তা আসছে না এ রাজ্যে ।ফলে সংক্রমণ ক্রমশই উর্ধমুখী। আর সে ব্যাপারে জগদীশ ধনকড় সাবধান বানী শোনালেন।

এ রাজ্যের প্রশাসনিক থেকে নানা ব্যাপারে রাজ্য সরকার বনাম রাজ্যপালের সংঘাত চলেই আসছে।আর তা নিয়ে নানা জনের নানা মন্তব্যে সরগরম রাজ্য রাজনীতি ।

সেই ধারা বজায় রেখেই রাজ্য পালের টুইট অন্য রাজ্যে করোনা সংক্রমণের হার কমলেও পশ্চিমবঙ্গে তা বেড়েই চলেছে।রাজ্য সরকার কে এর ব্যাপারে মনোনিবেশ করার উপদেশ ই দিলেন।


তরুন চট্টোপাধ্যায়