তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।
বিজেপির যুব মোর্চার ডাকা নবান্ন অভিযানের দিন হাওড়া ময়দান এলাকা থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হন বলবিন্দর সিং সহ আটজন।বলবিন্দরের মাথা থেকে পাগড়ি খুলে পড়ার দায় এসে পড়ে পুলিশের মাথায় ।যদিও পুলিশ জানায় গ্…
তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।
বিজেপির যুব মোর্চার ডাকা নবান্ন অভিযানের দিন হাওড়া ময়দান এলাকা থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হন বলবিন্দর সিং সহ আটজন।বলবিন্দরের মাথা থেকে পাগড়ি খুলে পড়ার দায় এসে পড়ে পুলিশের মাথায় ।যদিও পুলিশ জানায় গ্রেপ্তারের সময় ধস্তাধস্তি তে এটি খুলে যায় ।সেই ছবি সোসাল মিডিয়া তে ভাইরাল হলে শিখ সম্প্রদায়ের মধ্যে এটি ছড়িয়ে পড়ে।মিডিয়া তেও এনিয়ে নানা চর্চা হয়।
আজ হাওড়া সিজিএম আদালতে বলবিন্দর সিং কে তোলা হলে বিচারক আড়াই হাজার টাকার ব্যাক্তিগত বন্ডে বলবিন্দরের জামিন মঞ্জুর করেন।জামিনে মুক্ত হন প্রাক্তন সেনা কর্মী ও বর্তমান বেসরকারী দেহরক্ষী ।বেআইনি অস্ত্র রাখার অভিযোগে বলবিন্দর কে পুলিশ আটক করেছিল।
আজ একই সঙ্গে নবান্ন অভিযানের দিন হাওড়া থেকে ধৃত বিজেপির যুব মোর্চার রাজ্য নেতা প্রিয়াঙ্গু পান্ডে ও বিজেপি নেতা আনন্দ সোনকারকেও আদালতে তোলা হয়।বিচারক এদিন এই দুজনকে দুদিন পুলিশ হেফাজতের আদেশ দেন।
নবান্ন অভিযানের দিন হাওড়া ময়দান এলাকা থেকে পুলিশ এই তিন জন সহ আট জনকে গ্রেফতার করে।তিন জনের পুলিশী হেফাজত ও পাঁচ জনের জেল হেফাজত হয়েছিল। শনিবার বলবিন্দর সিং এর স্ত্রী ও পুত্র নবান্নে আসেন।এসে তাঁরা খুশিই হন।মুখ্যমন্ত্রীর তরফ থেকে দুজন কেই উপহার দেওয়া হয়।আর এই উপহার বাংলার পুজোর উপহার।বলবিন্দরের স্ত্রী বলেন তিনি খুশি।তিনিও মমতা বন্দোপাধ্যায় কে পাগড়ি উপহার দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন।
আজ বলবিন্দরের পরিবার খুশি।হাওড়া সিজিএম কোর্টের বিচারকের রায়ে।জামিন জুটলো বলবিন্দরের ।