। তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।আগের থেকে অনেকটাই সুস্থ আছেন সৌমিত্র চট্টোপাধ্যায় । ডাক্তারের বর্ষীয়ন এই শিল্পী কে পা ঝুলিয়ে বসিয়েছেন। শরীরের অন্যান্য অসুবিধা গুলিও ক্রমশই কমছে বলে নার্সিং হোম সূত্রে জানা গেছে। সাপোর্ট সিস্টেম ছাড়া…
![]() |
ছবি-- সংগৃহীত |
। তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।
আগের থেকে অনেকটাই সুস্থ আছেন সৌমিত্র চট্টোপাধ্যায় । ডাক্তারের বর্ষীয়ন এই শিল্পী কে পা ঝুলিয়ে বসিয়েছেন। শরীরের অন্যান্য অসুবিধা গুলিও ক্রমশই কমছে বলে নার্সিং হোম সূত্রে জানা গেছে। সাপোর্ট সিস্টেম ছাড়াই তিনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন।
এদিকে আর এক কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন খোঁজ খবর নিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারিরীক কুশলের।
মুম্বাই এর নানাবতী হাসপাতালে চেক আপ করাতে এসে তিনি জানতে চান কলকাতায় সৌমিত্র চট্টোপাধ্যায় কেমন আছেন।
প্রসঙ্গত উল্লেখ্য তিনি কিছুদিন আগে করোনাক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি ছিলেন।এখন তিনি নেগেটিভ ও সম্পূর্ণ ভাবে করোনা মুক্ত ।
অমিতাভ বচ্চন ও সৌমিত্র চট্টোপাধ্যায় দুজনেই বড় শিল্পী । একে অপরের কাছের লোক।কলকাতার ফিল্মিম ফেস্টিভ্যালে গতবার দুজনের সাক্ষাত হয়েছিল। কথাবার্তা ও হয়।
অমিতাভ পুরোপুরি সুস্থ হলেও সৌমিত্র চট্টোপাধ্যায় এখনো ভর্তি বেলভিউ নার্সিং হোমে। করোনা নেগেটিভ হলেও তাঁর অন্য চিকিৎসা এখনো শেষ হয়নি।
বর্ষীয়ান অভিনেতার ফিজিও থেরাপির সঙ্গে সঙ্গে মিউজিক থেরাপিও চলছে।
অমিতাভ বচ্চন চাইলেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন সৌমিত্র চট্টোপাধ্যায় ও।
দুজনেই যে এখনো এই বয়সে শিল্প জগতে ছক্কা মেরেই চলেছেন।
টলিউড ও বলিউডের দুই প্রবাদ প্রতিম শিল্পী সব সময়ই একে অপরের খোঁজ রাখেন। আগেও রেখেছেন।
কোনির খিদ্দা ভালো আছেন শুনে অমিতাভ ও খুশি।