Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পঞ্চ পান্ডপ শূন্য সম্পত্তির হিসাব দাখিল করে এবার বিহার ভোটের প্রার্থী

 ।তরুন চট্টোপাধ্যায় ।বিহারের বিধানসভার প্রথম দফার ভোট শুরু হচ্ছে 28 অক্টোবর ।বাকি আরো দু দফা। সেটি হলো 3 নভেম্বর ও 7 নভেম্বর । আর ফলপ্রকাশ 10 নভেম্বর ।ফলে নির্বাচন তো একেবারে দোরগোড়ায় । আর ভোট নিয়ে কোটি কোটি টাকার গন্ধ ভাসছে বিহ…

ছবি সংগৃহীত


 ।তরুন চট্টোপাধ্যায় ।

বিহারের বিধানসভার প্রথম দফার ভোট শুরু হচ্ছে 28 অক্টোবর ।বাকি আরো দু দফা। সেটি হলো 3 নভেম্বর ও 7 নভেম্বর । আর ফলপ্রকাশ 10 নভেম্বর ।ফলে নির্বাচন তো একেবারে দোরগোড়ায় । আর ভোট নিয়ে কোটি কোটি টাকার গন্ধ ভাসছে বিহারের বাতাসে।যদিও নির্বাচন কমিশন কড়া নজর রেখেছেন। তবুও ভোট হবে টাকার গন্ধ ছড়াবে না তা কি করে হয়। তাই টাকা উড়ছে বাতাসে।

প্রার্থী দের সকলকেই নমিনেশনের সময় সম্পত্তির হিসাব জমা দিতে হয়েছে। আর তাতে লক্ষ্য কোটি সব রকমের প্রার্থী তো আছেই। আর সেটাই স্বাভাবিক ।সেই মতো কাগজ জমা পড়েছে।তার মধ্যে সত্যি মিথ্যা তো থাকেই।

এরি মধ্যে খবর পাওয়া গেছে পঞ্চ পান্ডপের কথা।যাঁদের সম্পত্তির হিসাব দেখা যাচ্ছে শূন্য ।

আর এ দিকে চোখ কপালে নয় বম্ভতালুতে উঠে গেছে এমন পাঁচ জনের হিসাবের বহর দেখে।সেই পঞ্চ পান্ডপের কথাতেই ফিরে আসি।

কপিল দেব মন্ডল । জামালপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।হিসাবের খাতা শূন্য ।

অশোক কুমার, নির্বাচন কেন্দ্রের নাম মোকামা।আর দলটি হলো জে জে পি।

প্রভু সিং ,চৈনপুর কেন্দ্র । রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির পক্ষে দাঁড়িয়েছেন।

গোপাল নিষাদ। এন সি পি দলের। কেন্দ্রের নাম নবীনগর।

মহাবীর মাঞ্ঝি । বোধগয়া থেকে এবার প্রার্থী হয়েছেন।ভারতীয় ইনসান দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই পঞ্চপাণ্ডব কে নিয়ে এবার বিহার ভোট তোলপাড় ।

সম্পত্তির পরিমাণ পাঁচ জনের ই শূন্য ।আর এই শূন্য দিয়ে ই শুরু ভোটের অঙ্ক ।

ভোট বাজারে কত কি না ঘটে।