Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

বিভাগ              : কবিতা শিরোনাম         : প্রতিক্ষা দাঁড়িয়ে প্রতিক্ষার...স্থান                 : হাজারিবাগ,ঝাড়খন্ড তারিখ             : ০১/১০/২০২০~~~~~~~~~~~~~~~~~~~~~ কলম সৃজনে  : তা প স  পাল=====================মুহুর্তের ভগ্ন…

 


বিভাগ              : কবিতা 

শিরোনাম         : প্রতিক্ষা দাঁড়িয়ে প্রতিক্ষার...

স্থান                 : হাজারিবাগ,ঝাড়খন্ড 

তারিখ             : ০১/১০/২০২০

~~~~~~~~~~~~~~~~~~~~~

 কলম সৃজনে  : তা প স  পাল

=====================

মুহুর্তের ভগ্নাংশের ভগ্নাংশ কেমন হয়...

প্রেমের ভিতরের প্রেম কখনো খুলে দেখেছ,

ও তোমার কম্ম নয়.. 

আমি বন্ধু  হতে চাই তোমার, যদি বলি ....

তোমার তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলছি শোন...

চমকিত দুটি চোখে, 

আদিগন্তের বিস্ময় ছডিয়ে ভাবটা এমন 

জীবনে প্রথম শোনা শব্দ বলে মনে হতে থাকা, 

সঙ্গে সঙ্গে একটু দুরত্ব বজায় রাখা, 

না বাবা না ওসব পারবো না....

তারপর দুটো রাস্তা দুদিকে চলে যায়...

মন্থর সে চলা...

ভিতরে হাজার সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে

মিশে যায় মনের বালুচরে,

হঠাৎ পিছন ফিরে একটু দেখা...

দেখিতো ও তাকায় কিনা আমারই মতন, 

ক্ষণিকের দৃষ্টি বিনিময়ের অবকাশ না দিয়ে 

দুটি মন্থর গতি এগিয়ে চলে...

অসম্ভব ভালোলাগা গুলোর  শরীর চুঁয়ে পড়া, আনমনে শূন্যে ভেসে থাকা অকারন হাসি, 

মনের আয়না বারম্বার পরিষ্কার করে 

নিজেরে নিজের অপরিচিত লাগা,

এমন আরও আছে  তাক্ষণিক

প্রতিক্রিয়ার উদাহরন... 

মনের কোটর থেকে হামাগুড়ি দিয়ে পেঁচা নেমে অন্য কোটরে চলে যায়, কেবা তা জানে... 

তখনও হাতটা বন্ধুর দিকে বাড়ানো...

এবার কি বন্ধু হবে...প্রতিক্ষা দাঁড়িয়ে প্রতিক্ষার 

এপাড় ওপাড় সব  পাড়ে...।