নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: করোনা আবহের মাঝেই প্রকাশিত হলো রঘুবংশ পত্রিকার এবারের শারদ সংকলন। শনিবার মেদিনীপুর শহরের ফ্লিম সোসাইটি হলে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে ৭ম বর্ষীয় শারদ সংকলন প্রকাশিত হলো। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানা…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: করোনা আবহের মাঝেই প্রকাশিত হলো রঘুবংশ পত্রিকার এবারের শারদ সংকলন। শনিবার মেদিনীপুর শহরের ফ্লিম সোসাইটি হলে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে ৭ম বর্ষীয় শারদ সংকলন প্রকাশিত হলো।
অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান রঘুবংশের সম্পাদক শ্রীকান্ত ভট্টাচার্য।এবারে রঘুবংশ শারদ সম্মান প্রদান করা হয় বিশিষ্ট গবেষক ও প্রাবন্ধিক ডঃ শান্তনু পান্ডা ও কবি সৌমিত্র রায় কে।এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সিদ্ধার্থ সাঁতরা,কবি তাপস মাইতি, আবৃত্তি শিল্পী পাঞ্চালি চক্রবর্তী, প্রাবন্ধিক বাসব চক্রবর্তী,শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, শিক্ষক মণিকাঞ্চন রায় প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাহিত্যিক বিদ্যুৎ পাল, সঙ্গীতশিল্পী শিল্পী সমীর মহান্তি,কবি অরবিন্দ মুখোপাধ্যায়,উপদেষ্টা ইন্দ্রদীপ সিনহা,বাচিক শিল্পী রত্না দে,কবি টোকন মান্না,কবি অভিজিৎ দে,কবি মৃত্যুঞ্জয় জানা,বাচিক শিল্পী পারমিতা সাউ,সোমা সেন, সৌমেন পাল,মৃদুলা ভূঞ্যা,শ্রাবণী নাগ, দীপান্বিতা সেন খান, পিন্টু সাউ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিনের কর্মসূচির অঙ্গ হিসেবে সঙ্গীত, আবৃত্তি আলোচনার মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত হয়। অনুষ্ঠানে ১৫ জন কবি কবিতা পাঠ করেন অনুষ্ঠান সঞ্চালনা করেন রীতা বেরা।