Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#বোধন 
শরৎ হাসে কাশের বনেউড়িয়ে সাদা কেশশিউলি বলে বিছিয়ে আঁচলএইতো আছি বেশ!
পড়লো কাঠি ঢাকের মাথায়বাজলো তালে ঢাকআশ্বিন বায়ে ওই শোনা যায়আগমনীর ডাক।
দুর্গা আসুক ভিন্ন সাজেবাজিয়ে পায় মলশিঞ্জিত সেই নূপুরধ্বনিমুছাক কপট ছল।
এবার না হয় হাসুক খ…

 


#বোধন 


শরৎ হাসে কাশের বনে

উড়িয়ে সাদা কেশ

শিউলি বলে বিছিয়ে আঁচল

এইতো আছি বেশ!


পড়লো কাঠি ঢাকের মাথায়

বাজলো তালে ঢাক

আশ্বিন বায়ে ওই শোনা যায়

আগমনীর ডাক।


দুর্গা আসুক ভিন্ন সাজে

বাজিয়ে পায় মল

শিঞ্জিত সেই নূপুরধ্বনি

মুছাক কপট ছল।


এবার না হয় হাসুক খানিক

অনাথ,আতুর জন

মিটুক তাদের নিত্য ক্ষুধা

ঘুচুক অরন্ধন।


যে কুটিরে দীপ জ্বলেনা

বর্ষ ভরা ক্লেশ

সেথা 'মাগো' পৌঁছে দাও

আনন্দ সন্দেশ।


মাটির বুকের যতেক উমা 

অমূল্য সে রতন

করুক যাপন নির্ভীকতায়

বাঁচুক কন্যা ধন।


আলতা রাঙা চরণ তোমার

এই ধূলিতে নেমে

বিনাশ করুক সব অনাচার

ভরাক হৃদয় প্রেমে।


.......শম্পা