Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা - আবাহনকলমে - শিলাবৃষ্টিতারিখ - ০৩/১০/২০*-*-*-*-*-*-*-*-*-*-*-*
পেঁজা তুলো মেঘে আকাশ গিয়েছে ছেয়েবৃষ্টিদানারা তবু টুপটাপ ঝরে,হলুদবসনা কন্যারা ওঠে সেজেবরণের ডালা প্রস্তুত ঘরে ঘরে।
নদীতটে সাদা কাশফুল মাথা নাড়েখেয়া বেয়ে আসে …

 


কবিতা - আবাহন

কলমে - শিলাবৃষ্টি

তারিখ - ০৩/১০/২০

*-*-*-*-*-*-*-*-*-*-*-*


পেঁজা তুলো মেঘে আকাশ গিয়েছে ছেয়ে

বৃষ্টিদানারা তবু টুপটাপ ঝরে,

হলুদবসনা কন্যারা ওঠে সেজে

বরণের ডালা প্রস্তুত ঘরে ঘরে।


নদীতটে সাদা কাশফুল মাথা নাড়ে

খেয়া বেয়ে আসে ওপারের মাঝি-মাল্লা

পানকৌড়িরা ছোট্ট ডানায় ওড়ে

রোদ বৃষ্টির কোনটা যে দেয় পাল্লা !


ভোরের শিশির ঘাসের আগায় ব'সে

মাথা নেড়ে নেড়ে জানায় সুপ্রভাত !

সূয্যি মামার সোনালী আলোর ছোঁয়ায়

কালো মেঘ বুঝি হয়েছে যে কুপোকাৎ।


কমলা আভায় সাদা শিউলির মেলা

প্রাঙ্গণে আঁকে অপরূপ আল্পনা ;

শহর গঞ্জে উৎসব সাজো সাজো 

পল্লী উঠোনে ঢাকিদের জল্পনা।


পদ্ম ফুটেছে মায়ের চরণ লাগি…

শালুক ফুলের ঘটেছে যে সমারোহ,

ব্যস্ততা ঐ কুমারপাড়ার দাওয়ায়,

এসো আজ সবে আগমনী গান গাহো।