Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

রোদ্দুর ভেজা পাতার জানালা
তাপস কুমার দে৩/১০/২০২০
রোদ্দুর ভেজা পাতার জানালা ছুঁয়ে থাকে দূর দিগন্তশব্দের অন্ধকারে লুকানো জীবনআকাঙ্খারই নিবিড় জোয়ারে ভাসে পোড়া বাঁশি
বানে ভাসা নদী তৃষ্ণার প্রতিশ্রুত জললাল গালিচার নগ্নতায় যে ডুবেছিল চাঁদ…



রোদ্দুর ভেজা পাতার জানালা


তাপস কুমার দে

৩/১০/২০২০


রোদ্দুর ভেজা পাতার জানালা ছুঁয়ে থাকে দূর দিগন্ত

শব্দের অন্ধকারে লুকানো জীবন

আকাঙ্খারই নিবিড় জোয়ারে ভাসে পোড়া বাঁশি


বানে ভাসা নদী তৃষ্ণার প্রতিশ্রুত জল

লাল গালিচার নগ্নতায় যে ডুবেছিল চাঁদ

মেলে ধরা বাহুতে গোধুলি সন্ধ্যাছায়া

হৃদয়ে কাতরতা, উড়ে যায় পাখি ছুটে যায় আকাশ

বিষন্ন মানুষেরা খোঁজে খোলা আকাশের ছায়াতল


ছায়াঘুমগুলো ছায়াশরীরের অদৃশ্য শেকড় ছড়ায়

পূর্ণতারই হাতছানি শূন্যতায় ভাসতে থাকে

জীবন মগ্ন হয়ে ওঠে পুনর্বার 

শরীরে চিরস্থায়ী বাতাসের মত প্রেম

পথগুলিই দরজা খুলে দেয়, ধ্বনিত হতে থাকে কবিতা আলাপ


শিউলিসুবাস হাতে নিয়ে দাঁড়িয়ে স্বপ্নের শরত।