কবিতা-প্রকৃতির খেলা✍️সুদীপ্তা দে সরকার
লাল গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে ছিলাম ঘর,হঠাৎ এলো দমকা হাওয়া সঙ্গে ভীষণ ঝড়।হাওয়ার টানে পাপড়িগুলো উড়লো চতুর্দিকে,রঙীন সতেজ মনটা যেনো হয়ে গেলো ফিকে।বৃষ্টি এলো বজ্রপাতে,ভাঙলো গাছের ডাল,নদ…
কবিতা-প্রকৃতির খেলা
✍️সুদীপ্তা দে সরকার
লাল গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে ছিলাম ঘর,
হঠাৎ এলো দমকা হাওয়া সঙ্গে ভীষণ ঝড়।
হাওয়ার টানে পাপড়িগুলো উড়লো চতুর্দিকে,
রঙীন সতেজ মনটা যেনো হয়ে গেলো ফিকে।
বৃষ্টি এলো বজ্রপাতে,ভাঙলো গাছের ডাল,
নদীর তীরে নৌকোটারও ছিঁড়লো হলুদ পাল।
ভরদুপুরে নামলো যেন আঁধার রাতের কালো,
ছন্নছাড়া দিনটা হলো,লাগছেনা আর ভালো।
ঝড় বৃষ্টি তাও মানা যায়,বজ্রপাতেই ভয়,
বুকের ভিতর উথাল পাথাল কি জানি কি হয়।
ঘন্টাখানেক এমন ভাবেই চললো প্রলয় লীলা,
থামলো শেষে ঝড় বৃষ্টি বজ্রপাতের খেলা।
গোধূলির রং মিশলো যেন আকাশ বাতাস জুড়ে,
আতঙ্কিত মনটা আমার স্বস্তি পেলো ফিরে।