Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

"নারী এক শক্তি"     আশা সরকার।     ০৯।১০।২০২০
অশ্রু  দিয়ে  কাব্য  লিখি নারীর  কাব্য  ফোটাতে  চাই।তাদের  দিও শক্তি  সাহস   পদে পদে  অপমান নয়।
নারী  জাতির ইতিকথা তোমার ভাষায় উঠবে জ্বলে    পড়ল থু=থু মিথ্যচারে        ভন্ডামির…

 


"নারী এক শক্তি" 

    আশা সরকার।

     ০৯।১০।২০২০


অশ্রু  দিয়ে  কাব্য  লিখি 

নারীর  কাব্য  ফোটাতে  চাই।

তাদের  দিও শক্তি  সাহস 

  পদে পদে  অপমান নয়।


নারী  জাতির ইতিকথা 

তোমার ভাষায় উঠবে জ্বলে 

   পড়ল থু=থু মিথ্যচারে 

       ভন্ডামির ঐ ইতিহাসে।


জাগল নারী ভাগল ব্যথা 

শিখলো এবার প্রতিবাদ 

গাইল সবে স্পষ্ট করে 

নারী জাতি জিন্দাবাদ। 


রক্ত বানে যজ্ঞ হবে 

কংস রাজার ভক্তগণ

মুক্ত নারী দেবে এবার 

 কুসংস্কারের বলিদান।


অস্ত্র হাতে বস্ত্র নিয়ে 

    খেলছে যারা খেলা খল 

কেন আবার দিচ্ছে তারা 

  বেশ্যা বলে গালাগাল। 


নারী হয়ে নারীর নিন্দা 

 ধ্বংস করে পবিত্রতা।

   তারাই তো নষ্ট বলে 

নষ্ট করে নারীর সন্মান।


টিকির গিঁটে দাঁড়ির ফাঁকে, 

যে কুসংস্কার লুকিয়ে আছে 

খুলল এবার দেখবে দেশ 

   ভাঙবে এবার হবে শেষ।


আকাশ ফেড়ে বিশ্ব জুড়ে 

আনবে জ্যোতি নারীরদল 

কুসংস্কার ধ্বংস করতে 

লক্ষ নারীর ‌শক্তিবল।