#নীল_ক্ষত
একটা অজানা কষ্ট দলা বেঁধেছে বুকে,অ্যাসিড ঢেলেছি, গলতে চায়নি।আগুন জ্বেলেছি, পুড়তে চায়নি।সেই আগুনে নিজেই পুড়েছি বারে বার।
নিজেকে বোঝা কি সত্যিই এতো কঠিন?কতবার ভেঙেছি,নতুন করে সাজিয়েছি আবার।তবু কোথাও একটা গরমিল থেকেই যায়।হাজ…
#নীল_ক্ষত
একটা অজানা কষ্ট দলা বেঁধেছে বুকে,
অ্যাসিড ঢেলেছি, গলতে চায়নি।
আগুন জ্বেলেছি, পুড়তে চায়নি।
সেই আগুনে নিজেই পুড়েছি বারে বার।
নিজেকে বোঝা কি সত্যিই এতো কঠিন?
কতবার ভেঙেছি,
নতুন করে সাজিয়েছি আবার।
তবু কোথাও একটা গরমিল থেকেই যায়।
হাজার চেষ্টাতেও সূত্রে বাঁধতে পারিনি।
ভাঙতে ভাঙতে যখন দেখি,
আর এক টুকরো পাথরই পড়ে আছে কেবল;
হাতে তুলে দেখলাম ওটা হৃদয়।
তাতে কত চির ফাটা দাগ।
ময়নাতদন্তে ধরা পড়লো,
সব চিরই কাল্পনিক।
গভীরে যে ক্ষত আছে, তা নীল।
বিছের পাঞ্জার ছাপ তাতে তীক্ষ্ণ।
ছেনির এক ঘায়ে চাইলেই
সব টুকরো-টুকরো করতে পারতাম।
পিছিয়ে এলাম।
হৃদয় জোড়ার সূত্রটা ভুলে গেছি আজ।
সবটা গড়া হলেও তখন হৃদয়হীনা হয়ে পড়বো।
তাই নীল ক্ষত বেঁচে থাকুক গভীরে।
জিইয়ে রাখবো, যতদিন মিইয়ে থাকবো।
সুদা💕