,🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸: শিরোনাম : #পুজো_চলছে কলমে : কথাছবি কর
মার্বেল বাঁধানো অট্টালিকার ঠাকুর ঘরে , স্বর্ণপ্রতিমায় মনিরত্নের সাজসজ্জা চলছে। পুজো চলছে .....
ঝলমলে আলোকরোশনাই ; উজ্জ্বল প্রকাশে, পিতলের পঞ্চপ্রদীপে শুদ্ধ ঘ…
,🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸:
শিরোনাম : #পুজো_চলছে
কলমে : কথাছবি কর
মার্বেল বাঁধানো অট্টালিকার ঠাকুর ঘরে ,
স্বর্ণপ্রতিমায় মনিরত্নের সাজসজ্জা চলছে।
পুজো চলছে .....
ঝলমলে আলোকরোশনাই ; উজ্জ্বল প্রকাশে,
পিতলের পঞ্চপ্রদীপে শুদ্ধ ঘি' য়ের প্রদীপ জ্বলছে।
পুজো চলছে ......
সানাই কাঁসর ঘন্টা ঢাক ছন্দে তালে বাজছে ,
পুরুতমশাইয়ের উচ্চস্বরে বেদমন্ত্র বাতাসে ভাসছে।
পুজো চলছে ......
বিশাল যজ্ঞকুন্ডে দুধ ঘি ফলমূল হোমাহূতি হচ্ছে,
দামী অলঙ্কারে রাজকীয়বেশে ভক্তরা ভিড় করছে।
পুজো চলছে ......
লোহার গেটের সামনে দারোয়ানের বকুনি খেয়েও
ছিন্নবস্ত্রে শীর্ণকায় মানব ভিখিরিরা খিদেয় কাঁদছে।
পুজো চলছে .......
_____________