Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শিরোনাম-'বিদায়কালে প্রার্থনা'কলমে-ব্রততী রায়চৌধুরীতারিখ-২৬/১০/২০২০
আজ দশমী যাত্রামঙ্গল মায়ের বিদায়ের পালা,সিঁদুর খেলায় মাতল সবাই সাজিয়ে বরণ ডালা।প্রহর গোনা অপেক্ষার এক বছরের জন্যে,অশ্রু সজল ম্লান হাসিতে কৈলাসে যাবে কন্যে।এ…

 



শিরোনাম-'বিদায়কালে প্রার্থনা'

কলমে-ব্রততী রায়চৌধুরী

তারিখ-২৬/১০/২০২০


আজ দশমী যাত্রামঙ্গল মায়ের বিদায়ের পালা,

সিঁদুর খেলায় মাতল সবাই সাজিয়ে বরণ ডালা।

প্রহর গোনা অপেক্ষার এক বছরের জন্যে,

অশ্রু সজল ম্লান হাসিতে কৈলাসে যাবে কন্যে।

এ এক অন্য উৎসব প্রাণের প্রিয় সবার চেয়ে,

দুর্গা যে শুধু দেবী নয় সে যে আসলে ঘরের মেয়ে।

তাই তো মায়ের আরাধনায় জাত ধর্মের নেই ভেদাভেদ,

মাত্র কদিন থাকে ঘরে এইটুকু যা মনের খেদ।

তোমায় যেমন পুজো করে যত্ন ভরে মর্ত্যলোক,

শিশুকন্যা সব ঘরে তেমনি করেই সমাদৃত হোক।

অদ্ভুত এক চিত্র দেশের উমা কে সাদরে করছে বরণ,

অথচ আজও নারীর জোটে অত্যাচারের মরণ।

তাই তো মাগো বিদায়কালে তোমায় মিনতি করি,

শক্তি দিও মা ত্রিশুলধারী অসুরের সাথে লড়ি।

সুস্থ মানসিকতা জাগ্রত হোক বেঁচে থাকুক নির্ভয়া,

আশায় আবার বুক বেঁধে জানাই প্রণাম,শুভ বিজয়া।