Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবি প্রদীপ মালিকের কবিতা গুচ্ছ

 কবি প্রদীপ মালিক । পিতা স্বর্গীয় সুবল চন্দ্র মালিক।  মাতা যশোদা মালিক বর্তমান।জন্ম 1974 সালে।পড়াশোনা উচ্চমাধ্যমিক সন 1992।আর্থিক অনটনের জন্য আর পড়াশোনা হয়ে ওঠেনি।সাহিত্যের প্রতি অনুরাগ ছিল আমার স্কুল জীবন থেকে।আকাশবাণী বেতার…

 


 কবি প্রদীপ মালিক । পিতা স্বর্গীয় সুবল চন্দ্র মালিক।  মাতা যশোদা মালিক বর্তমান।জন্ম 1974 সালে।পড়াশোনা উচ্চমাধ্যমিক সন 1992।আর্থিক অনটনের জন্য আর পড়াশোনা হয়ে ওঠেনি।সাহিত্যের প্রতি অনুরাগ ছিল আমার স্কুল জীবন থেকে।আকাশবাণী বেতার প্রাত্যহিকী অনুষ্ঠানের চিঠি লিখতেন।অনেক গুণী মানুষের প্রশংসা পেয়েছেন।বর্তমানে চতুষ্কোণ সাহিত্যাঙ্গনের গুরুজনের সাথে যুক্ত । পেশায় তাঁত শিল্পী।নেশা এবং মননে কবি।



************

 তারিখ ২৪-১১-২০২০

দৈনিক সাহিত্য অনুশীলন

কবিতা:-ফাগুনের আগুন

কলমে:- #প্রদীপ_মালিক



নিঃশব্দ অনুরণনে আমিই পারি,

নিরবতার দেয়াল ভেঙে বের করে আনতে তোমার ভাষা গুলোকে।

আমিই পারি,

তোমার শূন্যতা থেকে নামিয়ে তোমায় এক আকাশ পূর্ণতা দিতে।

আমিই পারি,

তোমার ওই কাজল কালো দুই চোখের পাতায় এঁকে দিতে,

এক চৈতালি রাতের স্বপ্ন।

এনে দিতে পারি,

সাগরকে বলে আঁচল ভরা বসন্তের সুমিষ্ট সুগন্ধ বাতাস।

তুমি যদি চাও, তোমার হৃদয় বাগানে ফোটা ভালোবাসার এক গোছা রজনীগন্ধার শুভেচ্ছা আমায় দিতে, তুমি দিতে পারো।

তুমি যদি চাও, ফুলের পাপড়ির মত তোমার ওই দুটি ঠোঁটে,আমার একটু পরশ একটু ছোঁয়া, তা তুমি নিতে পারো।

        তুমি যদি চাও,

তোমার শাড়ির আঁচল দিয়ে আমার ঘামে ভেজা মুখ মুছিয়ে দিতে,

 তা তুমি দিতে পারো।

তুমি যদি চাও,

তোমার শরীরের প্রতি খাঁজে খাঁজে জমে থাকা লবণাক্ত ঘামের গন্ধ আমায় দিতে, 

তা তুমি দিতে পারো।

আমি তোমার এই ডাকের জন্য খুশির উঠোনে বসে আছি উন্মুখ হয়ে।

আজ আমি আপন মনের মাধুরী মিশিয়ে,

সাজাবো তোমায় একলা রাতে।

মুখে মুখ রেখে শরীরে শরীর রেখে,

           এসো,

রঙে রঙ রেখে সাজাবো দুজন দুজনাকে।

************

 তারিখ:-১৬-১১-২০২০

দৈনিক সাহিত্য অনুশীলন

কবিতা:-প্রিয় আমার তুমি

কলমে:- প্রদীপ মালিক


তুমি কি কখনো স্বপ্ন দেখেছো? দেখনি!

আমি দেখেছি।

তুমি কি কখনো দারিদ্র্যের জীবন দেখেছো? দেখনি!

আমি দেখেছি।

তুমি কি কখনো নিঝুম রাতে পাখিদের ডাক শুনেছো? শোনোনি!

আমি শুনেছি।

তুমি কি কখনো রাতের আকাশে একলা চাঁদ কে চোখের জলে দেখেছো? দেখনি!

আমি দেখেছি।

তুমি কি কখনো ঝরে যাওয়া শুকনো পাতার কান্নার শব্দ শুনেছ? শোননি!

আমি শুনেছি।

তুমি কি কখনো ক্ষুধা দেখেছে? দেখনি!

আমি দেখেছি।

আমি দেখেছি,

              আমি শুনেছি খেতে না পাওয়া শিশুর আর্তনাদ।

আমি দেখেছি, খেতে না পাওয়া মানুষ এবং পশুদের মধ্যে খাবার নিয়ে টানাটানি।

এসব কিছুই তুমি দেখনি!

তুমিতো উপর তলার মানুষ।

তুমি কি বুঝবে? গরিবের কষ্ট টা কি, গরিবের দুঃখ টা কি, যন্ত্রনাটা কি!


সত্যিই যদি তুমি বুঝতে চাও,

তাহলে নেমে এসো ওপর থেকে নিচে।

আমার হাতটা ধরো শক্ত করে।

আর তা যদি তুমি পারো, আমি কথা দিচ্ছি" আমি তোমায় এনে দেব এক আকাশ জোৎস্না ভেজা মুক্তির স্বাদ।

এনে দেবো ভালোবাসার কুসুমকানন!

এনে দেবো তোমার ওই নীল শাড়ির আঁচলে,

এক আঁচল ভরা ভালোবাসার খুশির ফল্গুধারা।

******************

 তারিখ:-২৬-১০-২০২০

দৈনিক সাহিত্য অনুশীলন

কবিতা:-ফিরতে চাই না দুঃখের পৃথিবীতে

কলমে:-প্রদীপ মালিক 


ধর। এখন এই যে,

রোদ পড়ে আসা বেলা

ধুলোই মাখামাখি ধোঁয়াশা,

মেঠো পথ। যে পথ ধরে,

তুমি আর আমি পাশাপাশি'

হাঁটছি, হাঁটছি আর হাঁটছি.....


মনে করো। আমাদের সেই,

স্বপ্নে দেখা লতায় পাতায়"

ঘেরা ছোট্ট একটি ঘর।

যে ঘরের পাশ দিয়ে চলে গেছে এক ধানী পথ।

যে পথ শেষ হয়েছে,

জসীম উদ্দিনের নকশী কাঁথার মাঠে।


মনে করো। এখন ওই পথ,

 ধরে হাঁটতে হাঁটতে আমরা;

দুজন পৌঁছে গেছি,

সেই নকশী কাঁথার মাঠে।

তুমি সাঁজু আর আমি রূপাই হয়ে,

মাঠে কলমির বিছানায় পাশাপাশি বসে।

নকশী কাঁথায় আঁকছি বসে, আমাদের সেই" ছোট্ট ছোট্ট রঙ্গিন স্বপ্নগুলোকে।

আমাদের ভালোলাগার সুতোই,

ভালোবাসার সুঁচ দিয়ে,

ফুটিয়ে তুলছি নতুন স্বপ্নের পৃথিবী কে।


যেখানে হিংসা নেই খিদে নেই,

অবিশ্বাস নেই!

যেখানে মানুষ, মনুষ্যত্ব বিবেক আর ভালোবাসাকে পাশাপাশি শুয়ে থাকতে হয়না লাশকাটা ঘরে।

সেইরকম পৃথিবীর........


মনে করো,

ওই স্বপ্ন আঁকতে আঁকতে

কখনো যদি ঘুমিয়ে পড়ি আমরা?

ওই স্বপ্নের তলায়!

না হয় ঘুমিয়ে থাকব।

জানতে চাই না,

                     ফিরতে চায় না,

এই এক আঁজলা সুখ নিয়ে"

ওই দুঃখের পৃথিবীতে।