Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিল্পীর শেষকৃত্য কেওড়াতলায় রাজকীয় মর্যাদায়

সৌমিত্র চট্টোপাধ্যায় চলে গেলেন।কলকাতার কেওয়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হলো রাজকীয় মর্যাদায়।সারাক্ষণ ই উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।গান স্যালুট জানিয়ে বিদায় জানানো হলো শিল্পী কে।    করোনা আবহে উপ…

 

ছবি সংগৃহীত

সৌমিত্র চট্টোপাধ্যায় চলে গেলেন।কলকাতার কেওয়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হলো রাজকীয় মর্যাদায়।সারাক্ষণ ই উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।গান স্যালুট জানিয়ে বিদায় জানানো হলো শিল্পী কে।

    করোনা আবহে উপচে পড়া ভিড় ছিল দেখবার মতো।শিল্পী কে শেষ বিদায় জানাতে মানুষের ঢল নেমেছিল পথে।সকলেই চান আজকে সাক্ষী থাকতে।

সৌমিত্র কন্যা পৌলমী শেষ সময়ে একেবারেই ভেঙে পড়েন।বাবার কপালে এঁকে দেন চুম্বন ।একেবারে কাছের মানুষ পৌলমী কে সারাক্ষন সান্ত্বনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।পৌলমী ও অভিভূত হন মুখ্যমন্ত্রী ওপর।

তৃনমূলের নেতা মন্ত্রী তো উপস্থিত ছিলেনই।সঙ্গে সঙ্গে শ্মশানে আসেন বামফ্রন্টের বিমান বসু, সূর্য কান্ত মিশ্র সহ বিভিন্ন দলের রাজনৈতিক মানুষ ।

      গান স্যালুট শেষ হয় প্রায় সন্ধ্যা সাতটা নাগাদ ।তারপর শুরু হয় শেষ কৃত্যের কাজ।

চলে গেলেন ফেলুদা।রেখে গেলেন অগনিত গুনমুগ্ধ।

করোনাকালে অনেকেই হারিয়ে গেলেন।নিভে গেল জীবনদীপ।

আজ তো আবার ঘটলো নক্ষত্রের পতন।

সৌমিত্র চট্টোপাধ্যায় আজ আর নেই।


তরুন চট্টোপাধ্যায় ।