Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উন্মোচিত হলো বিপ্লব গোস্বামী-র কাব‍্যগ্ৰন্থ 'ঈশান বাংলা'

৮ নভেম্বর করিমগঞ্জের শিক্ষক ভবনে আয়োজিক এক সাহিত‍্য সভা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উন্মোচিত হলো কবি বিপ্লব গোস্বামীর কাব‍্যগ্ৰন্থ 'ঈশান বাংলা'।রবিবারের সাহিত‍্য আড্ডা-র ব‍্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে কাব‍্যগ্ৰন্থটির মোড়ক উন…

 


৮ নভেম্বর করিমগঞ্জের শিক্ষক ভবনে আয়োজিক এক সাহিত‍্য সভা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উন্মোচিত হলো কবি বিপ্লব গোস্বামীর কাব‍্যগ্ৰন্থ 'ঈশান বাংলা'।

রবিবারের সাহিত‍্য আড্ডা-র ব‍্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে কাব‍্যগ্ৰন্থটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কবি ও লেখক ডঃ গীতা সাহা।বিশিষ্ট কবি,লেখক ও সম্পাদক নারায়ণ মোদকের পৌরহিত‍্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কবি ও সাহিত‍্যিক বিনোদ লাল চক্রবর্তী,আশুতোষ দাস,গীতা সাহা,শিখা দাস গুপ্ত,গৌতম চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত‍্যিক আশুতোষ দাস।ভার্চুয়াল সাহিত‍্য জগতের জন প্রিয় কবি বিপ্লব গোস্বামী শুধু কবিতা লেখেন না তিনি কবিতা,গল্প,প্রাবন্ধ ও ছড়াও লেখেন।পেশায় তিনি শিক্ষক হলেও সাহিত‍্য চর্চা তার নেশা।ছোট বেলা থেকেই তিনি কবিতা লিখে আসছেন।তিনি একটি সাহিত‍্য পত্রিকার সম্পাদকও।কবি বিগো মুনি ও নীলকন্ঠ কবি ছদ্ম নামে লিখেন প্রতিবাদ মূলক কবিতা।তার লেখা কবিতা ,ছড়া ও প্রবন্ধ দেশ ও বিদেশের বিভিন্ন পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে।

এখন পর্যন্ত তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সাহিত‍্য সংগঠন থেকে পেয়েছেন অনেক সম্মাননা ও পুরস্কার।উল্লেখ‍্য ঐ দিনের অনুষ্ঠানটি সম্পূর্ণ স্বাস্থ‍্যবিধি ও করোনা পটকোল মেনে অনুষ্ঠিত হয়।