Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

পুরনো দেয়াল--------------------নীলাঞ্জনা-------------আজ গতকাল হয়েযায়, ফিরে আসে ঠিকআগামীকাল,গল্প শোনায় তারশ্যাওলায় ঢেকে থাকাপুরনো দেয়াল।
রোদ্দুর খুঁটে খায়তারে বসে থাকা যত কাকের পাল,ছুটোছুটি করে সবআপেলের মত ফুলোলালচে গাল,এসব আজকে নয়…

 


পুরনো দেয়াল

--------------------

নীলাঞ্জনা

-------------

আজ গতকাল হয়ে

যায়, ফিরে আসে ঠিক

আগামীকাল,

গল্প শোনায় তার

শ্যাওলায় ঢেকে থাকা

পুরনো দেয়াল।


রোদ্দুর খুঁটে খায়

তারে বসে থাকা 

যত কাকের পাল,

ছুটোছুটি করে সব

আপেলের মত ফুলো

লালচে গাল,

এসব আজকে নয়,

জমানো স্মৃতির কিছু

স্বপ্নজাল,

গল্প শোনায় তার

শ্যাওলায় ঢেকে থাকা

পুরনো দেয়াল।


রাস্তা ফুরিয়ে দেয়

একটানা ঘুরে রিক্সার

প্যাডেল,

কাঁধ ছুঁয়ে কচি হাত

এঁকেবেঁকে ঝিকঝিক

তুফান মেল,

বাতিল জুতোর দরে

হাতিঘোড়া বিস্কুট

বাক্স কাঁচের,

এ পাড়ার বেপাড়ার

গুজগুজ ফুসফুস

একই ধাঁচের,

অলিগলি ধরে থালা

বাজিয়ে যাচ্ছে কোন

বাসনওলা,

চুলের ফাঁকে জরা- 

জীর্ন আঙ্গুলের

বেপথ চলা।


আজ গতকাল হয়ে

যায়, ফিরে আসে ঠিক

আগামীকাল,

গল্প শোনায় তার

শ্যাওলায় ঢেকে থাকা

পুরনো দেয়াল।