Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা।শিরোনাম--'মন টা যা চায়'।কলমে---গোপা রায়।তারিখ--১৪/১১/২০২০
মন টা বড় দস্যি যেন  কত রকম বায়না ধরে,আজকে এটা,কালকে সেটা প্রশ্রয়েতে মাথায় চড়ে।
চল যাবি চল দূর দেশে ঐ এক্ষুনি চল নয়কো থেমে,মেঘ থেকে চল বৃষ্টি …

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা।

শিরোনাম--'মন টা যা চায়'।

কলমে---গোপা রায়।

তারিখ--১৪/১১/২০২০


মন টা বড় দস্যি যেন  

কত রকম বায়না ধরে,

আজকে এটা,কালকে সেটা 

প্রশ্রয়েতে মাথায় চড়ে।


চল যাবি চল দূর দেশে ঐ 

এক্ষুনি চল নয়কো থেমে,

মেঘ থেকে চল বৃষ্টি ঝরাই 

আকাশ টাকে নামাই টেনে।

           (@gopa ray)

নদীর বুকে সাঁতার কাটি 

মাছগুলো কে হাতেই ধরি,

আবার হঠাৎ হাওয়ায় ভেসে 

জলের উপর এমনি চড়ি।


পাখিগুলোর বড্ড মজা

খায় যে কত এ ফল, ও ফল 

একা একা উড়ে বেড়ায় 

ইচ্ছে হলে বাঁধে যে দল।


বেড়েই চলে দস্যিপনা 

মন যে বড়ই নাছোড়বাধা 

খোকার মতো বায়না করে 

কস্ট যে হয় তাকে বাঁধা।


দূর থেকে ঐ পাহাড় দেখে 

বরফ চূড়া ধরতে সে চায়,

গড়িয়ে পরে পাথর বেয়ে--

স্নান সেরে নেয় নীল ঝর্নায়।

          (@gopa ray)

ছিড়তে মানা ফুলগুলোকে

কুড়িয়ে এনে আদর করে,

অট্টালিকা দেই বানিয়ে 

যারা থাকে কুড়ে ঘরে।


অন্ধ যে জন,চোখ দিয়ে দেই

দেখতে পাক সব কিছু সে,

পা দিয়ে দেই,নাই যে যাদের

দৌড়ে ছুটুক সকল কাজে।


অন্ধকারে আছে যারা 

শিক্ষার আলো না পেয়ে,

জিন হয়ে এক বর দিয়ে দেই 

সবাই এগুক সবার চেয়ে।


পায়না খেতে অন্ন যারা 

ঘুরছে ঝড়,বৃষ্টি,রোদে

পাত পেরে দেই,হরেক খাবার 

ডালনা লুচি,মিষ্টি,বোঁদে।


অ-সুখ যত দেই মাড়িয়ে 

সুখেই শুধু থাকুক সবাই,

আলোয় আলোয় ভরুক ভুবন

হিংসা ভুলে সব ভাই ভাই।


মনটা যা চায়,হতো যদি 

মনের মতো ইচ্ছে পুরণ,

পৃথিবীটাও হাসত সেদিন 

ফুলের মতই হতো জীবন।।

         -------------