Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা :- মুক্তির পথকলমে :- শুভ্রজিৎ মণ্ডল তারিখ :- ১৩/১১/২০২০
অনেক লিখতে হবে, অনেক নতুন কথা শিখতে হবে,অনেক গাইতে হবে দুঃখে ভরা প্রান্ত বাসীদের জয়গান। তবে তুমি হবে বিজয়ী, পাবে বঞ্চিত জীবনের নব-নব স্বাদ...তৃপ্ত হবে নির্লজ্জ ক্ষুধা, …


কবিতা :- মুক্তির পথ

কলমে :- শুভ্রজিৎ মণ্ডল 

তারিখ :- ১৩/১১/২০২০


অনেক লিখতে হবে, অনেক নতুন কথা শিখতে হবে,

অনেক গাইতে হবে দুঃখে ভরা প্রান্ত বাসীদের জয়গান। 

তবে তুমি হবে বিজয়ী, পাবে বঞ্চিত জীবনের নব-নব স্বাদ...

তৃপ্ত হবে নির্লজ্জ ক্ষুধা, ওই আস্তাকুঁড়ে ধুকতে ধুকতে বাঁচে যে শতশত অস্থির প্রান।

বন্ধু!! ত্যাগী শ্রেষ্ঠ সত্য, পারলে ধরো সেই পথ,

কর্মে হও নির্ভীক পাবে মুক্তি আলোর সন্ধান।।


আমৃত্যু ন্যায়ের ধ্যানে মগ্ন যে নিষ্পাপ শিশু,

কেন সে সুষুপ্তির নিদ্রায় আচ্ছন্ন হয়েছে আজ শুনতে শুনতে ধূর্তের ভন্ড অপবাদ!  

খুলে ফেলো জীর্ণ মুখোশ, এসেছে সেই তিমিরকালো রাত্রি...

ধ্বংস করো দূর্বার বজ্রাঘাতে মানবতার দীপ্ত কণ্ঠে রূদ্ধ হয়ে আছে যত স্বার্থ-ভয়ের প্রমাদ।


সরল কথা বলো আরো সহজ করে, সত্য হল বিপ্লবের জ্যেষ্ঠপুত্র,

বাঁধো এই বিশ্বাস নিষ্পেষিত দাসত্বের প্রতিবাদী প্রাণে।

যদি বলো পৌশাচিক গহ্বরে পদেপদে রহস্যের অজ্ঞাত ফাঁদ, ভাঙ্গবে কোন কৌশলে

সেই পথের সন্ধান চিরকাল বঞ্চনার আগুনে জ্বলতে থাকা ভবিষ্যৎ প্রজন্মই জানে।


ছাড়ো ধর্মের অন্ধত্ব, ভাঙ্গো ভোগ-পিপাসু শত্রুর লাবণ্যে ভরা কদর্যরীতি। 

যায় যদি থমকে দাঁড়িয়ে সময় তবু ছাড়ো স্বার্থ সন্ধানী বন্ধ্যা রাজনীতি। 

কি হবে বৃথা শান্তির স্বপ্ন দেখে যেখানে শোষণে নির্বিকার থাকে জীবনের মৃত্যু পরিনতি। 


অন্তরে যে রাখে বিষ ব্যঙ্গ মুখে ধরে ভক্তির জয়গান... 

জেনে রেখো বিনাশেই হবে তার রসময়ী সৃষ্টির শেষ পরিনাম।

হে সভ্যতা, মানুষকে বলো ক্ষমতার বাসনা যে উগ্র লোভের শিকার

ভয় কি বলো যদি হয় ত্যাগের ধর্মে মহত্ত্বের সহস্র বদনাম।


,,,,,,,,সমাপ্তি,,,,,,,