Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা লেখনীবিভাগ--গদ্য কবিতাশিরোনাম--স্বপ্ন উধাওকলমে--আশিস মণ্ডল১২.১১.২০২০-----------------------------------রাত অনেক হল...যানবাহন নেই কোথাওসব নিঝঝুম,নিস্তব্ধ রজনী !!তন্দ্রাচ্ছন্ন শহরের এক কোনেজেগে এখনও,ওঁরা কারা--কেন ওঁরা…



 দৈনিক কবিতা লেখনী

বিভাগ--গদ্য কবিতা

শিরোনাম--স্বপ্ন উধাও

কলমে--আশিস মণ্ডল

১২.১১.২০২০

-----------------------------------

রাত অনেক হল...

যানবাহন নেই কোথাও

সব নিঝঝুম,নিস্তব্ধ রজনী !!

তন্দ্রাচ্ছন্ন শহরের এক কোনে

জেগে এখনও,ওঁরা কারা--

কেন ওঁরা ঘুমাইনি ?


পেটে বড্ড ক্ষিদে,

চোখের পাতা থেকে

তাই ঘুম উধাও বুঝি !!

আলোর উৎসব ফিকে

মৃত্যু হয়েছে সব স্বপ্নের

রুগ্ন হয়েছে কোমল অনুভূতি !!


বেঁচে আছে শুধু

ভালোবাসার আস্তানা 

ফুটপাথের ওই ঝুপড়িগুলি !!

ছেঁড়া তাবুর ফাঁক দিয়ে

বর্ষার জল গড়ায়,

ঠান্ডারা দেয় উঁকি ঝুঁকি,

প্রচন্ড শীতে কুঁকড়ে যায়

উষ্ণবস্ত্রহীন শীর্ণ দেহগুলি !!


তবু ওগুলো আঁকড়ে থাকে

বাঁচবার জন্য তো চাই আশ্রয়

চাই রোজগার, কিছু রুটি,

নিষ্প্রদীপ ঝুপড়িতে 

তাই জেগে রয় নিদ্রাহীন চোখ

ভাবনায় অনিশ্চিত আগামী...!!