Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

প্রকৃতি নদীকেই ভালোবাসে
সিদ্ধার্থ রায় চৌধুরী
১২ই নভেম্বর ২০২০
ফসলহীন ক্ষেত পড়ে আছে বৃথাই রাখা নবান্নের নাম।কৃষক, ফসল মুখোমুখি নেই আর।অবসাদ ছড়িয়ে ছিটিয়ে  মনে , শুধু মনে পড়ে না নুতুন ফসল তোলার গানসবই হাত ধরে চলে গেছে নদীর জোয়ারে।চারি…

 


প্রকৃতি নদীকেই ভালোবাসে


সিদ্ধার্থ রায় চৌধুরী


১২ই নভেম্বর ২০২০


ফসলহীন ক্ষেত পড়ে আছে বৃথাই রাখা নবান্নের নাম।

কৃষক, ফসল মুখোমুখি নেই আর।

অবসাদ ছড়িয়ে ছিটিয়ে  মনে , শুধু মনে পড়ে না নুতুন ফসল তোলার গান

সবই হাত ধরে চলে গেছে নদীর জোয়ারে।

চারিদিকে সব জল আছে ঠিকই , নোনা জল নীরবতাময়।

মাঝে-মাঝে যেন কোনো এক হঠাৎ শিশুর কান্না -

ছিঁড়ে ফেলে দিয়ে যায় ব্যবহৃত সময়ের টান।

 যার নাম জানি সে কি জানে বিদ্যা নদী এখনো আমার হৃদয়?

 ছোটো ছোটো সব ঢেউয়ের  ভিতরে আরো

কিছু আরো আরো কিছু লুকিয়ে থাকে,

আড়ালে অদৃশ্য ফাঁদে ভাঙ্গে নদী পোক্ত পাড়!

 নদীর জন্য  ভালোবাসা প্রতিহত হয়,  নবান্ন আর কিশোরী বধূর স্বপ্নের ঘর কৃষক হৃদয়  নদীর গনে সবই ভেসে যায় -

তবুও প্রকৃতি আর নদী ভালোবেসে পাশাপাশি রয় !