Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক প্রতিযোগিতা  বিভাগ - কবিতা শিরোনাম- "চলছে লড়াই"কলমে- অমল কুমার ব্যানার্জীতারিখ- 21/11/2020--------------------------------------------------------------আমার কবিতা "চলছে লড়াই"অমল কুমার ব্যানার্জী21/11/202…

 


দৈনিক প্রতিযোগিতা  

বিভাগ - কবিতা 

শিরোনাম- "চলছে লড়াই"

কলমে- অমল কুমার ব্যানার্জী

তারিখ- 21/11/2020

--------------------------------------------------------------

আমার কবিতা 

"চলছে লড়াই"

অমল কুমার ব্যানার্জী

21/11/2020

(লেখা- 20/11/2020)

---------------------------------------------------------------------

শ্রান্ত যে আজ কবি তোমার বুলবুলি,

দাঁড়িয়ে আছি হাতে নিয়ে তোমার পূজার ফুলগুলি। 

অগ্নিবীণা বিষের বাঁশি শান্ত যে আজ তোমার হাসি,

অরুণ রাগে বিরাগ মাঝে, মঞ্চে শহীদ, চড়ছে ফাঁসি। 


আজও তুমি লড়ছ লড়াই, আমরা করি দেশের বড়াই,

ধর্ষণ আজ নীতির রাজা, তোয়াক্কা ওরা করে 

 থোড়াই। 

যে যার মতন চলছে যে আজ, দুর্নীতি তার করছে তোয়াজ,

চলছে রোলার নির্বিচারে, ন্যায়ের হাকিম শ্মশানে আজ। 


জীবনটা, সে মরণ খাঁচায়, ধুঁকছে সদাই নিরবধি,

তোরা কি আর চলবি সাথে, বিদ্রোহের ঐ আওয়াজটা দিই ?

তবু আমি লড়ব একা, থামিয়ে দিয়ে রথের চাকা,

দেখবে সবাই অবাক হয়ে, খড়্গ খানি রক্ত মাখা। 


আসব আমি বারে বারে, জাহান্নমের দোলায় চড়ে,

অন্যায় আর অবিচারের কবর দেব জ্যান্ত ওরে।


অমল কুমার ব্যানার্জী

Copyright reserved 

20/11/2020