Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

।। এতটুকুও মিথ্যে নয়।।    ।।কলমে: অবুঝ মন।।----------------------------------------------------------রঙের সুরসুড়ি বলো,কিংবা রক্তের সুপরিকল্পিত ছাপকাছে এসে ধরা দেওয়া---আবারো ফিরে যাওয়া এ কেমন ডাক?হাঁক পেড়ে হাত ধরে টেনে নিয়ে …

 


।। এতটুকুও মিথ্যে নয়।।

    ।।কলমে: অবুঝ মন।।

----------------------------------------------------------

রঙের সুরসুড়ি বলো,কিংবা রক্তের সুপরিকল্পিত ছাপ

কাছে এসে ধরা দেওয়া---

আবারো ফিরে যাওয়া এ কেমন ডাক?

হাঁক পেড়ে হাত ধরে টেনে নিয়ে কাছে--

হাতের মুঠোয় পুরে,দিয়ে ছিলে চাপ

এর পর বলে দিলে বাকি কথা তোলা থাক!


ঐ যে আগুন হাওয়া তীর ছুঁয়ে বয়ে গেলো বসন্ত সমীরে

সবটাই ছিলো কি সুনামির সুড়ঙ্গ ভরা ফাঁফা আওয়াজ?

কুড়িয়ে পাওয়া চৌদ্দ আনার-- 

চকিত রেওয়াজের কথা বেমালুম ভুলে গেলে!

জেনে রেখো আকাশের শুক তারাটি মিথ্যে নয়

আজও তা সময় মতো জ্বলজ্বল করে জ্বলে।

-------------------------------------------------------------

                  -২১/১১/২০২০-