Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#কবিতা#অসুর বংশের আত্মকথন#দেবাশিস বসু#১৬/১১/২০২০
শেষ রাতে কেন এতো হইচইঐ কারা আসে কাঁধে প্রতিমা নিয়েকারা ফাটায় বাজি-আলোর রোশনাইগঙ্গাহৃদি সভ্যতার পরাজয়েকেন এতো উল্লাসবোঙ্গা দিশমের রাজার রক্তাক্ত অবয়বত্রিশূলের আঘাতে সিংহের থাবায়ভূপতি…

 


#কবিতা

#অসুর বংশের আত্মকথন

#দেবাশিস বসু

#১৬/১১/২০২০


শেষ রাতে কেন এতো হইচই

ঐ কারা আসে কাঁধে প্রতিমা নিয়ে

কারা ফাটায় বাজি-আলোর রোশনাই

গঙ্গাহৃদি সভ্যতার পরাজয়ে

কেন এতো উল্লাস

বোঙ্গা দিশমের রাজার রক্তাক্ত অবয়ব

ত্রিশূলের আঘাতে সিংহের থাবায়

ভূপতিত রাজা আর্যনারীর ছলাকলায়


তুমিই আমাদের বঙ্গাসুর-হুদুর দুর্গা

মুন্ডা শবর চণ্ডাল বাগদী

ডোমেদের রক্ষাকর্তা

তুমি তো নও 

আর্যাবর্তের ঈশ্বরের মতো নীতিভ্রষ্ট

যুদ্ধ করোনা নারীর সাথে

ধর না সন্ধ্যার পর শস্ত্র

বর্বর লম্পট ধর্ষক লুটেরা কপট দেবতা

বারবার নারী বালক শরণাগতের ছদ্মবেশে

হত্যা করেছে তোমায়

দখল করেছে তোমার রাজ্য নৃশংসতায়


আজ আমাদের দিন কাটে দাসায়

ঘুঁটের উনুন আর মাটির হাঁড়িতে

ধোঁয়া ধোঁয়া গন্ধ নেই

পর্ণকুটিরে নেই কোন প্রাণের আভাস

পোষা কুকুর কেঁদে ভাসায় আকাশ বাতাস

এখন সবাই অন্তরীণ-অরন্ধনে

ভুয়াং নাচে অশৌচ পালনে

আজও তোমায় খুঁজে বেড়ায়

গ্রাম থেকে গ্রামান্তরে

তুমিই আমাদের দেবতা-

অস্পৃশ্য ঐ হত্যাকারিণী

আর্যাবর্তের দাসত্বে ভূমিহীন-অরণ্যবাসী আমি

চা বাগানের মজুর কামিন

তোমাদের ভাষা সন্ত্রাসে আমরা ভাষাহীন

বিতাড়িত করেছো অরণ্য থেকে

জঙ্গলের শুকনো পাতাতেও অধিকারহীন

তোমাদের সভ্যতার বিজয় ধ্বনি

শারদ প্রাতের আগমনী

তোমাদের গর্বিত বিজয়েই আমরা প্রান্তিক

প্রান্তিক বিস্মৃত ব্যাবিলন হরপ্পা থেকে

গঙ্গাহৃদি পর্যন্ত মহান সভ্যতা ঐতিহাসিক