Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

16/11/2020 *মাহেন্দ্রক্ষণ আমৃত্যু শ্বাস* 
         অসীম দাস 
কেমন আছিস ?এখনও কি তড়বড়িয়ে ছাদের উপর আষাঢ় মাখিস্ ?সাতপুকুরে বাতাস হয়ে হাঁসের মতো সাঁতার কাটিস ?আনমনা চুল আকাশ পাতাল এখনও কি আমায় ভাবিস ?রাত ঘুমুলে গুনগুনিয়ে আমার প্রিয় গ…



 16/11/2020 

*মাহেন্দ্রক্ষণ আমৃত্যু শ্বাস* 


         অসীম দাস 


কেমন আছিস ?

এখনও কি তড়বড়িয়ে ছাদের উপর আষাঢ় মাখিস্ ?

সাতপুকুরে বাতাস হয়ে হাঁসের মতো সাঁতার কাটিস ?

আনমনা চুল আকাশ পাতাল এখনও কি আমায় ভাবিস ?

রাত ঘুমুলে গুনগুনিয়ে আমার প্রিয় গানটা কি গাস ?

পাপড়ি খোলা দেখবি বলে ফুলের গায়ে আদর মাখাস ?


তা নয় শুধু সুক্তো সুখে ফোড়ন দিতেই সব ছেড়েছিস !

দরকারে আর অ-দরকারে মন জোগাতেই সব ভুলেছিস !

স্বরচিত চক্রব্যূহে ধন্যি মেয়ের দায়িত্বে কাঁধ খুব ঝুলেছে ?

এবার তবে তানপুরাটার ঝুলটা ঝাড়িস মান করেছে !


আমার কিন্তু আনন্দ তুই ছায়ার মতো সঙ্গে আছিস ,

তোকে নিয়েই আষ্টেপৃষ্ঠে তুই কি আমায় ছাড়তে পারিস !

মন রেখেছি মনের ভিতর সাধ্য কি তোর ফেরত পাবার 

আনন্দিত রাখতে পেরে দশক দশক এই অধিকার ।

কি যায় আসে দূর কি নিকট ছড়িয়ে আছিস্ স্মৃতির সুবাস 

হাত বাড়ালেই মাহেন্দ্রক্ষণ তুই তো আমার আমৃত্যু শ্বাস!