Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা ------ বোকা কলমে ------ ঝুমা দেব রায়১০/১১/২০২০*************************তুমি বলেছিলে আমায় পাখি হতে আমি বলেছিলাম নাহ্ পাখি হলে রাখবে খাঁচায় বন্দি করে... 
তুমি বলেছিলে আকাশ হতে! নাহ্আকাশের শূন্যতায় আমার ভয় করে যে... 
তুমি বলেছ…

 


কবিতা ------ বোকা 

কলমে ------ ঝুমা দেব রায়

১০/১১/২০২০

*************************

তুমি বলেছিলে আমায় পাখি হতে 

আমি বলেছিলাম নাহ্ পাখি হলে রাখবে খাঁচায় বন্দি করে... 


তুমি বলেছিলে আকাশ হতে! নাহ্

আকাশের শূন্যতায় আমার ভয় করে যে... 


তুমি বলেছিলে নদী হতে নাহ্

নদী হলে সারা জীবন শুধুই বয়ে চলা 

পারবো না যে তোমার সাথে থাকতে... 


তুমি বললে পথ হতে আমি বললাম নাহ্

পথ ঠিকানার খোঁজ দেয় সে পারেনা 

কারোর ঠিকানা হতে... 


তুমি বলেছিলে ছায়া হতে আমি বললাম নাহ্

আলো থাকলে ছায়ার অস্থিত্ব..


তুমি বললে মায়া হতে আমি বললাম নাহ্ 

ভালোবাসা ফুরালে মায়ায় যে বড় কষ্ট... 


আমি বললাম মানুষ হবো তুমি হেসে 

বললে কি যে বোকা চাওনি যা যা হতে 

সব যে পূর্ণ হলো ঐ মানুষ হওয়াতে!!! 


************************************