Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

।। হও সামিল ।।     -- স্বপন সমাদ্দার
আমি ভালবাসি গোলাপের লাল,তুমি ভালবাসো সাগর নীল!তুমি লেখো শুধু গদ‍্য কবিতা,আমার লক্ষ অন্ত‍্যমিল!
খুব সাধারণ আমার পোশাক,তুমি ফিটফাট থাকতে চাও...অমিল মতের অনেক ক্ষেত্রে,তবু যেন আছে মিল কোথাও!
দু'…

 


।। হও সামিল ।।

     -- স্বপন সমাদ্দার


আমি ভালবাসি গোলাপের লাল,

তুমি ভালবাসো সাগর নীল!

তুমি লেখো শুধু গদ‍্য কবিতা,

আমার লক্ষ অন্ত‍্যমিল!


খুব সাধারণ আমার পোশাক,

তুমি ফিটফাট থাকতে চাও...

অমিল মতের অনেক ক্ষেত্রে,

তবু যেন আছে মিল কোথাও!


দু'জনেই চাই দিন বদলাক,

চাই ভালো হোক সব লোকের...

কিন্তু হয় না।কারণ,সবার

সমান দৃষ্টি নেই চোখের।


সবাই শুনছি, তবু সবার সে

শ্রবণশক্তি নেই কানের,

শুনতে পাই না সবাই ধানের

কথোপকথন, অঘ্রাণের!


দিন বদলের ডাক এলে যদি

শুনতে না পাও তুমি সে ডাক--

বদল হবে না,মন থেকে তুমি

যতই চাও সে বদলে যাক!


আমি যদি বলি,এসো বামে হাঁটি

হোক নিরাপদ জীবনপথ,

তুমি দক্ষিণে হেঁটে ঝলমলে

করে নিতে চাও ভবিষ্যৎ।


আমি শ্রমজীবী,রোজ খাটি,খাই

উচ্চাভিলাষ আমার নয়...

গ্রাসাচ্ছাদন হবে কি আমার

যদি না কখনো শরীর বয়?


তুমিও তো তাই,শরীর ভিন্ন

কিছু পুঁজি নেই তোমারও আর!

সে কথা কখনো তলিয়ে না ভেবে

তুমি জয়গান গাইছ কার?


বিশ্বে অভাবী, শ্রমজীবী যারা 

মূলত পথিক কোন্ পথের?

আগে জেনে নাও শুধু সেটুকুই,

মিল তো হবে না সব মতের।


অমিল যেগুলো,মুছে যাক সব

থাকুক যেটুকু মনের মিল,

দিন বদলের যে ডাক এসেছে

সে মহাযজ্ঞে হও সামিল।