Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বিভাগ: গদ্য কবিতা শিরোনাম: বাঁচার লড়াইকলমে: গোবিন্দ সিংহরচনা কাল:২৪/১১/২০২০                   ২৫/১১/২০২০***************************************এ নহে শেষ দরজা আমার,ভাঙতে হবে আরও অনেক-গড়তে হলে সুষ্ঠু জাতের সমাজ।হয়তো আমার তরে আছে…

 


বিভাগ: গদ্য কবিতা 

শিরোনাম: বাঁচার লড়াই

কলমে: গোবিন্দ সিংহ

রচনা কাল:২৪/১১/২০২০

                   ২৫/১১/২০২০

***************************************

এ নহে শেষ দরজা আমার,

ভাঙতে হবে আরও অনেক-

গড়তে হলে সুষ্ঠু জাতের সমাজ।

হয়তো আমার তরে আছে বাধা,

ভাঙবো একদিন দেখবো সেথায়

নতুন আশার আলো,

হয়তো বা আসন পেতে বসে আছে বিজয় মালা নিয়ে হাতে।

ওরে আয় চলে আয় আমার ডাকে-

অনেক হয়েছে জাত-বেজাতের খেলা,

নতুন করে আবার কেন ?

ধর্মের গোঁড়ামি গড়া।

শাসকেরা চায় ভেদাভেদ সত্তার লোলুপ নেশা,

ছিন্নভিন্ন হলে মোরা ওদের ভারি মজা,

অর্থনীতি কর্মসংস্থান সব‌ই যাচ্ছে পিছে,

তবুও দেখো আবাল,বৃদ্ধ, যুবক যত 

খেপেছে জাতের ধ্বজা নিয়ে।

স্বার্থান্বেষী কিছু লোক থাকে সময়ের অপেক্ষায়,

ধর্মের গোঁড়ায় তারাই আগুন জ্বালায় ,

বিভ্রান্তী সৃষ্টি করে যথেষ্ট ক্লেশ বাঁধায়,

ওরে সবুজ ওরে অবুঝ হোসনে দিশাহারা,

পাষণ্ড ঐ মানুষগুলো সমূলে তুই ওঠা?

উন্মাদের ন্যায় অট্টহাসিতে শশ্মানে তুই পোড়া।

সৎ বুদ্ধি, শক্ত হাতে ধর দেশের হাল 

দেশটা কি যাবে গোল্লায় শোষণের যে তাল!

নিষ্পেষিত উপেক্ষিত আছে যতজন,

তাদের হাতেই রবে বাঁচা মরার কল।

শেষ দরজা নয়তো এ আর‌ও অনেক আছে,

যতক্ষণ না মুক্তি পাবি, মশাল হাতে এগিয়ে নিয়ে যাবি,

আমার জয়ধ্বনি র পিছে, তোদের উঠবে সহস্র সিংহনাদ!

দেখবি একদিন পালাবে ঐ রক্তচোষা ভয়ঙ্কর সব -

শাসক গোষ্ঠীর দল।


         গোবিন্দ সিংহবিভাগ: গদ্য কবিতা 

শিরোনাম: বাঁচার লড়াই

কলমে: গোবিন্দ সিংহ

             ২৪/১১/২০২০

***************************************

এ নহে শেষ দরজা আমার,

ভাঙতে হবে আরও অনেক-

গড়তে হলে সুষ্ঠু জাতের সমাজ।

হয়তো আমার তরে আছে বাধা,

ভাঙবো একদিন দেখবো সেথায়

নতুন আশার আলো,

হয়তো বা আসন পেতে বসে আছে বিজয় মালা নিয়ে হাতে।

ওরে আয় চলে আয় আমার ডাকে-

অনেক হয়েছে জাত-বেজাতের খেলা,

নতুন করে আবার কেন ?

ধর্মের গোঁড়ামি গড়া।

শাসকেরা চায় ভেদাভেদ সত্তার লোলুপ নেশা,

ছিন্নভিন্ন হলে মোরা ওদের ভারি মজা,

অর্থনীতি কর্মসংস্থান সব‌ই যাচ্ছে পিছে,

তবুও দেখো আবাল,বৃদ্ধ, যুবক যত 

খেপেছে জাতের ধ্বজা নিয়ে।

স্বার্থান্বেষী কিছু লোক থাকে সময়ের অপেক্ষায়,

ধর্মের গোঁড়ায় তারাই আগুন জ্বালায় ,

বিভ্রান্তী সৃষ্টি করে যথেষ্ট ক্লেশ বাঁধায়,

ওরে সবুজ ওরে অবুঝ হোসনে দিশাহারা,

পাষণ্ড ঐ মানুষগুলো সমূলে তুই ওঠা?

উন্মাদের ন্যায় অট্টহাসিতে শশ্মানে তুই পোড়া।

সৎ বুদ্ধি, শক্ত হাতে ধর দেশের হাল 

দেশটা কি যাবে গোল্লায় শোষণের যে তাল!

নিষ্পেষিত উপেক্ষিত আছে যতজন,

তাদের হাতেই রবে বাঁচা মরার কল।

শেষ দরজা নয়তো এ আর‌ও অনেক আছে,

যতক্ষণ না মুক্তি পাবি, মশাল হাতে এগিয়ে নিয়ে যাবি,

আমার জয়ধ্বনি র পিছে, তোদের উঠবে সহস্র সিংহনাদ!

দেখবি একদিন পালাবে ঐ রক্তচোষা ভয়ঙ্কর সব -

শাসক গোষ্ঠীর দল।


         গোবিন্দ সিংহ

           ২৪/২১/২০২০